করোনা আসছে! আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন মাইকেল জ্যাকসন! যা জানালেন Matt Fiddes

Advertisement

দেবপ্রিয়া সরকার : এক ভয়ঙ্কর মহামারী আসবে পৃথিবীতে, এটি আগে থেকেই নাকি ভবিষ্যৎবাণী করেছিল মাইকেল জ্যাকসন। এমনটাই দাবি করেছেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের দেহরক্ষী Matt Fiddes। এজন্যই নাকি মাইকেল জ্যাকসন সারাক্ষণ মাস্কে মুখে ঢেকে রাখতেন। দেহরক্ষী Matt Fiddes আরো জানিয়েছেন মাইকেল জ্যাকসন বুঝতে পেরেছিলেন বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছে। এক মহামারী রোগে ধ্বংস হবে মানব সভ্যতা। তিনি টের পেয়েছিলেন বলেই সবসময় সাবধানে থাকতেন।

Advertisements

নিজের বিমানেই যাতায়াত করতে এবং সর্বদা মুখ ঢেকে রাখতেন যাতে তিনি জীবাণু সংক্রমণে না পড়েন। আর এই কারণেই তিনি নির্দিষ্ট চারটি দেশ ছাড়া আর কোথাও যেতেন ঞনা। দেহরক্ষী Matt Fiddes বলেন তিনি নাকি মাইকেলকে অনেকবার মাস্ক না পড়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু মাইকেল সেই কথা অস্বস্তি বোধ করে তাঁকে বলতেন ‘আমি অসুস্থ হতে চাই না। আমার গান শোনার জন্য আমার অনুরাগীরা অপেক্ষা করে থাকেন। আমি তাদের হতাশ করতে পারব না।ফলে যেভাবেই হোক আমায় ভালো থাকতে হবে।’

Advertisements

কিন্তু এত সর্তকতা অবলম্বন করুন তিনি বেশিদিন বাঁচেন নি। ২০০৯-এ স্তব্ধ হয় তাঁর হৃদযন্ত্র এবং চিরবিদায় নেন মাইকেল জ্যাকসন। দেহরক্ষী জানান তিনি আজ বেঁচে থাকলে সকলে যা বলছেন তিনিও তাই বলতেন। তিনি বেঁচে থাকতে যখন সকলকে সাবধান করেছিলেন তখন তাঁর কথা কেউ শোনে নি।
সবাই তাঁকে ব্যঙ্গ করে বলতেন ‘ওয়াকো জ্যাকো’। দেহরক্ষী Matt Fiddes আপশোস করে বলেন, সেদিন তাঁর কথা গুরুত্ব দিয়ে শুনলে আজ এমন দিন দেখতে হত না গোটা বিশ্ববাসীকে।

Related Articles