করোনা আবহে ভারতের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র পাকিস্তানের

করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশ জুড়ে চলছে লকডাউন। সব মানুষই রয়েছে নিজেদের হোম কোয়ারেন্টিনে। নোভেল করোনাভাইরাসের থাবা বেশ ভালোভাবেই গ্রাস করেছে বিশ্বের অধিকাংশ দেশকে। এই পরিস্থিতিতে যখন সারা বিশ্বজুড়ে মর্মান্তিক অবস্থা, তখন ভারত ও পাকিস্তানের মধ্যে নিবিড়ে ক্রমাগত বেড়ে চলছে মস্তিষ্কের লড়াই। সম্প্রতি পাক প্রধান ইমরান খানের একটি অরুচিকর মন্তব্য ভারতের সোশ্যাল মিডিয়াতে এক প্রকার সাড়া ফেলে দিয়েছে। তবে এই মন্তব্য প্রথম নয়।
এর আগেও তিনি বহুবার একই মন্তব্য করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিছু উগ্র হিন্দুত্ববাদিদের বেফাঁস পোস্টের দরুন মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলির মধ্যে ভারতকে নিয়ে একপ্রকার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন ভারতের প্রতিবেশী প্রতিপক্ষ দেশ পাকিস্তান। এখানেই থেমে নেই পাকিস্তান। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে ভারতে মুসলিম বিরোধী দেশ প্রমাণ করার জন্য ‘আইটি সেল’ গঠন করে ফেলেছে পাকিস্তান। এই কাজের জন্য নাকি পাকিস্তান ইতিমধ্যে ৭ হাজার ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলেছে। এমনটাই খবর ভারতীয় গোয়েন্দা সূত্রে।
ভারতকে মুসলিম বিদ্বেষী প্রমাণ করতেই এই পথে নেমেছে পাকিস্তান। ইতিমধ্যে ওই ভুয়ো অ্যাকাউন্ট গুলি থেকে পাকিস্তান ভারত বিরোধী কার্যকলাপ করতে শুরু করে দিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। গোয়েন্দা সূত্রে আরও জানা যায় যে, জানুয়ারি মাস থেকেই অ্যাকাউন্ট গুলি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে মিথ্যাচার করে চলেছে।