whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনা আবহে বীমা সংস্থার বড়সড় ঘোষণা! বিশেষ এই সুবিধা পাবে গ্রাহকদের পরিবার

দেবপ্রিয়া সরকার : সারাবিশ্বে হাওয়ার গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের জেরে ঘর বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছে বিশ্বের বেশ কিছু দেশের মানুষ। সারা বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায়…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : সারাবিশ্বে হাওয়ার গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের জেরে ঘর বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছে বিশ্বের বেশ কিছু দেশের মানুষ। সারা বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও প্রচুর। ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২১৬ জন এবং মৃতের সংখ্যা ১১১ জন। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, করোনা ভাইরাস আক্রান্ত হয় তাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার কি জীবন বিমার টাকা পাবে?

আপনার জন্য নির্বাচিত

এই প্রশ্নের উত্তরটা জানানো হয়েছে, সরকারি বা বেসরকারি সব জীবন বিমা সংস্থার ক্ষেত্রে কয়েকটি বিষয় এক। এক্ষেত্রে জীবন বিমায় উল্লেখযোগ্য নিয়মটি হলো ‘ফোর্স ম্যাজিওর দফা’। ঈদ অফার নিয়ম অনুযায়ী আগে থেকে বোঝা যায়নি বা নিয়ন্ত্রণ করা যায়নি, এমন কোন ঘটনার ক্ষেত্রে কোন রকম ঝুঁকি নেবে না জীবন বিমা সংস্থা। এই নিয়ম অনুযায়ী আগে থেকে বোঝা যায়নি যে, করোনাভাইরাস সারা বিশ্বে এমন মহামারী আকার ধারণ করবে। এই ভাইরাসের কোনও সঠিক টিকাও এখনো আবিষ্কার হয়নি তাই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশের কোনো চিকিৎসক বিজ্ঞানী। এই সময় জীবন বিমার টাকা পাওয়া যাবে কিনা এই চিন্তায় অনেকেই চিন্তিত। তবে সরকারি ও বেসরকারি উভয় সংস্থাই জানিয়েছে, এ বিষয়ে চিন্তার কোন কারণ নেই। করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হলে যদি সেই মৃত ব্যক্তির পরিবার জীবন বিমার টাকার জন্য আবেদন করে তবে সেই দাবি গ্রহণ করা হবে।

লাইফ ইনসিওরেন্স কাউন্সিলের মহাসচিব এস এন ভট্টাচার্য্য জানিয়েছে, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে যে পর্যায়ে পৌঁছেছে তাতে সাধারণ মানুষের মৌলিক প্রয়োজন হল জীবন বিমার টাকা। এই পরিস্থিতিতে যদি কোন মৃতের পরিবার জীবন বিমার টাকার জন্য আবেদন করে তবে সে ক্ষেত্রে ‘ফোর্স ম্যাজিওর দফা’র নিয়ম প্রয়োগ করা হবে না। সেক্ষেত্রে ওই পরিবারকে জীবন বিমার টাকা দেওয়ার প্রসেস শুরু হবে।