করোনা আক্রান্ত মা, সদ্যজাত সন্তানকে দেখতে ভিডিও কলেই ভরসা
Advertisement

ভারতে ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যে দেশে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ২৪ হাজার, মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই রয়েছে একটি সুখবর। গত ১৮ এপ্রিল মহারাষ্ট্রের অওরঙ্গা সিভিল হাসপাতালে সিজারের মাধ্যমে একটি শিশুর জন্ম দেন এক করোনা আক্রান্ত মহিলা। জন্মের পর শিশুটির দেহে করোনা সংক্রমণ ছড়িয়েছে কিনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই তাকে মায়ের কাছথেকে আলাদা করে রাখা হয়।
Advertisements
এরপর সদ্যোজাত শিশুর সঙ্গে করোনা আক্রান্ত মায়ের দেখা করানো হল প্রযুক্তির উপর ভর করে। হাসপাতালের কর্মীরা ওই মহিলাকে তার সন্তানকে দেখানোর জন্য ভিডিও কল করেন। এবিষয়ে হাসপাতালের চিকিৎসক সুন্দর কুলকার্নি জানিয়েছেন, সদ্যোজাত ও মায়ের থাকার ব্যবস্থা আলাদা করা হয়েছে ভালোর জন্যই।
Advertisements