Advertisements

করোনায় দুর্যোগ! SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ!

Advertisements

দেবপ্রিয়া সরকার : বর্তমান দেশের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষদের অবস্থা খুবই শোচনীয়। এরই মধ্যে সাধারণ মানুষকে বিপদে ফেলে ফের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার কমাল ভারতীয় স্টেট ব্যাংক। আগে গত ১০ মার্চ শেষবার সুদের হার কমিয়েছিল ভারতীয় স্টেট ব্যাংক। স্বল্প ও দীর্ঘ মেয়াদের সব ধরনের স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছিল SBI।

নতুন করে আবার শনিবার, ২৮ মার্চ থেকে সুদের হার কমানোর ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই নিয়ম ২০ থেকে ৫০ বেসিস পয়েন্ট হারে সুদ কমানো হয়েছে। চলতি মাসে মোট স্থায়ী আমানতে সুদের হার কমালো দেশের বৃহত্তম ব্যাঙ্ক। নয়া সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার ৪% থেকে কমে দাঁড়াল ৩.৫%। ৪৬ থেকে ১৭৯ দিনের ক্ষেত্রে সুদের হার কমে হচ্ছে ৪.৫ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত মেয়াদের FD-তে সুদের হার ৫% থেকে কম করা হয়েছে।

২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতেও ৫% হারে সুদ ধার্য করেছে SBI এবং ১ বছর থেকে ২ বছরের কম ও ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের FD-তে সুদের হার ৫.৭%। অন্যদিকে তিন বছর থেকে ৫ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের FD-তে ৫.৭% সুদ দেবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। SBI -এর এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন প্রবীণ নাগরিকরা, যারা ৭ দিন থেকে ১০ বছরের FD-তে ৪ থেকে ৬ শতাংশ হারে সুদ পাবেন।

Related Articles