whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনার হানা এবার আমাজনে! আতঙ্ক ছড়ালো গোটা দেশে

করোনার হানা এবার আমাজনে। আমাজনের গভীর জঙ্গলের মাঝে বসবাসকারী এক আদিবাসী তরুণীর শরীরে মিলল করোনার উপস্থিতি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্যন্ত্রক সূত্রে খবর, করোনায় আক্রান্ত তরুণীর বয়স ২০…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনার হানা এবার আমাজনে। আমাজনের গভীর জঙ্গলের মাঝে বসবাসকারী এক আদিবাসী তরুণীর শরীরে মিলল করোনার উপস্থিতি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্যন্ত্রক সূত্রে খবর, করোনায় আক্রান্ত তরুণীর বয়স ২০ বছর। ব্রাজিল-কলম্বিয়া সীমান্তের কাছে স্যান্ট আন্তোনিও দো-ইকা জেলার একটি গ্রামের বাসিন্দা তিনি। এই গ্রামে প্রায় ৩০ হাজার লোকের বসবাস। ওই তরুণী ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছে একজন চিকিৎসক সহ আরো চার জন। সেই কারণেই উদ্বিগ্নে স্বাস্থ্যন্ত্রক।

আপনার জন্য নির্বাচিত

ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনায় আক্রান্ত ওই তরুণী একজন সাস্থকর্মী হিসেবে কাজ করেন। ফলে ওই চিকিৎসকের সঙ্গে কাজ করায় তিনিও করোনায় আক্রান্ত হয়েছে বলে অনুমান। তবে, ওই তরুণী ছাড়াও বিগত কয়েক দিনে ওই চিকিৎসকের সংস্পর্শে এসেছেন ১২ জন রোগী ও ১৫ জন সাস্থকর্মীর। তাদের শরীরে করোনার কোনো উপস্থিতি ধরা পড়েনি। তবে উদ্বেগের আরো একটি কারণ, কিছুদিন আগেই দক্ষিণ ব্রাজিলে দেশের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী তিনুকা সঙ্গে কাজ করে নিজের গ্রামে ফিরেছেন তিনি। করোনায় আক্রান্তের আশঙ্কা রয়েছে তিনুকা জাতির মানুষদের মধ্যে।