whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনার হাত থেকে মুক্ত বিশ্বের এই ১৮টি দেশ! পড়েনি করোনার কুনজর

গত বছর শেষের দিকে ওখানে চীনের উহানে জন্ম হয়েছিল করোনাভাইরাস এর। এরপর 13 জানুয়ারির মধ্যে দাবানলের মতো গোটা বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।ধীরে ধীরে থাইল্যান্ড জাপান কোরিয়া ইরান…

Published By: Web Desk | Updated:
Advertisements

গত বছর শেষের দিকে ওখানে চীনের উহানে জন্ম হয়েছিল করোনাভাইরাস এর। এরপর 13 জানুয়ারির মধ্যে দাবানলের মতো গোটা বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।ধীরে ধীরে থাইল্যান্ড জাপান কোরিয়া ইরান ইতালিতেও ছড়িয়ে পড়ে।থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।পরবর্তীতে ভারত ও সেই কবল থেকে মুক্তি পায়নি।

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের মোট দেশের মধ্যে কমপক্ষে 150 টি দেশে গণ পরিসরে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ এর মধ্যে করোনাভাইরাস রোখার জন্য চালু হয়েছে লকডাউন।এর ফলে প্রত্যেক ঘরবন্দী। কার্যকরী কৌশল এর উপর পরীক্ষা, চলছে নানা রকম টিকা প্রতিষেধক আবিষ্কার , এর জন্য পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে ।
কিন্তু তাবড় তাবড় দেশ গুলিও যেখানে হিমশিম খাচ্ছে মারন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ,যেখানে এই দেশ গুলির অবস্থা খারাপ হচ্ছে সেখানে অপরদিকে কয়েকটি দেশ করোনা মুক্ত জীবন কাটাচ্ছেন ।বিবিসির রিপোর্ট অনুযায়ী বিশ্বের 18 টি দেশে করোনাভাইরাস পৌঁছানোর আশঙ্কা প্রায় নেই।

এই মারণ ভাইরাসের ত্রাস থেকে মুক্ত থেকেছে চীনের ই পড়শী উত্তর কোরিয়ার বাসিন্দারা।এছাড়াও রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী একাধিক ক্ষুদ্র দ্বীপ বা দেশে ভাইরাসের কোনো কু নজর পড়েনি। আর এই তালিকায় রয়েছে পর্যটনে পিছিয়ে থাকা বিশ্বের প্রথম 10 দেশের মধ্যে সাতটি দেশ ।যেমন নাউরু কিরিবাতি টুভালুর মতো দেশ। এদের একাধিক দেশের জনসংখ্যায় 10000 এর থেকেও কম ।বিশেষজ্ঞদের মতে অনেক আগে থেকেই দীর্ঘদিনের সামাজিক দূরত্ব এরাম মেনে চলেছে আর এই অভ্যাস গুলি তাদেরকে করোনা মোকাবিলায় সাহায্য করেছে।