করোনার হাত থেকে বাঁচার উপায় আদা-জল? সত্যতা কি? জেনেনিন

বর্তমান সময়ে সবচেয়ে বড় আতঙ্ক চীনের নোভেল করোনা ভাইরাস। চীন থেকে এর শুরু হলেও প্রায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। বর্তমানে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯ । গতকাল করোনায় আক্রান্তের হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের এক যুবকের। পরিবার সূত্রে খবর কাজের সূত্রে সৌদি আরবে থাকতেন ওই যুবক।
করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। কি ভাবে বাঁচা যায় এই মহামারীর হাত থেকে? কোন ওষুধের দ্বারা ধ্বংস হবে এই ভাইরাস? তার উপায় খুঁজতে দিন-রাত গবেষণা চালাচ্ছে বিশ্বের নামিদামি বিজ্ঞানীরা। দুমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এর সঠিক কোনো পথের সন্ধান মেলেনি।
করোনার আক্রমন থেকে রক্ষা পাওয়ার উপায় হন্যে হয়ে খুঁজছে বিশ্ববাসী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা রকম ভুয়ো তথ্য। আদা-জল খেলেই নাকি করোনায় আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়িয়ে পড়লেও এর পেছনে বিজ্ঞান সাপেক্ষ কোনো প্রমাণ মেলেনি। ভিটামিন সি সম্পূর্ণ আদা। আদা খাওয়া বা জল পান দুইটি শরীরের পক্ষে খুই উপকারী। তাই বলে আদা জল খেলেই যে করোনার হাত থেকে বাঁচা যাবে তা এখনো প্রমাণিত নয়।