দেবপ্রিয়া সরকার : বর্তমানে ইতালির যা অবস্থা ‘মৃত্যুপুরীর’ চেয়ে কম কিছু নয়। আতঙ্কে দিন কাটাচ্ছে সমগ্র বিশ্ববাসী। সারা পৃথিবীতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার এবং মৃতের সংখ্যা ১৩ হাজারেরও বেশি। করোনাভাইরাস এর সব থেকে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃতের সংখ্যা ৭৯৩ জন। করোনার উৎপত্তিস্থল চীন করোনার প্রকোপ থেকে রেহাই পেতে সক্ষম হলেও, দিন দিন করোনার উপদ্রব বেড়ে চলেছে ইতালিতে।
শুধুমাত্র ইতালিতেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার। ক্রমশ বাড়ছে আতঙ্ক। এই ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে তৎপর হয়ে উঠেছে সমগ্র দেশ, কিন্তু কোন ভাবেই মিলছে না কোন ফল। বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ভাইরাস সংক্রমণ রোধে আজ ভারত জুড়ে কার্ফু জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই কার্ফু। বন্ধ রয়েছে অধিকাংশ পাবলিক ট্রান্সপোর্ট।
সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে সারা ভারতে জনমানবহীন পথঘাটের একটি চিত্র উঠে এসেছে। সারা বিশ্বজুড়ে চলছে প্রচার। বাড়ি থেকে না বেরোনোর অনুগ্রহ করা হয়েছে বিশ্ববাসীকে। এই পরিস্থিতি সামাল দিতে না পারলে সামনে ভয়ঙ্কর সময় আসতে চলেছে সমগ্র বিশ্বের জন্য জন্য, বিশেষ করে ভারতে।