করোনার মাঝে নতুন ভাইরাসের হানা! ইতিমধ্যে মৃত্যু ১ জনের

Advertisement

সারা পৃথিবীকে জালের মতো ঘিরে ফেলেছে করোনা ভাইরাস।করোনা মানেই এখন আতঙ্ক আর এর জেরে লক ডাউন প্রায় পুরো দেশ গৃহবন্দী অবস্থা মানুষের।করোনা ভাইরাসের প্রকোপে এখনো পর্যন্ত আক্রান্ত মানুষ সংখ্যা প্রায় 395532 জন এখনো এর লড়াই শেষ ,নির্মূল হওয়ার লক্ষন দেখা যায়নি আর তারই মধ্যে নতুন আতঙ্কের নাম হান্টা ঘিরে ধরেছে।
চীন থেকে করোনা যেতে না যেতেই পূনরায় শুরু হল মারন ভাইরাসের দাপট। এবারের এই ভাইরাসের নাম কি হলো হান্টা। ইঁদুর বাহিত এই রোগে ইতিমধ্যেই চীনের ইউনান প্রদেশের মৃত্যুর সংখ্যা হয়েছে 1। তার সঙ্গে বাসে যে 32 জন সহযাত্রী ছিলেন তাদের কেউ নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে দেখা গেছে করোনাভাইরাস এ যেখানে মৃত্যুর হার 2 থেকে 3 শতাংশ সেখানে এই ভাইরাসে মৃত্যুর হার 38 শতাংশ।

Advertisements

ইদুরের মল থেকে এই রোগ ছড়ায় ।এই রোগের ক্ষেত্রে শারীরিক সিমটম অনেকটাই করোনার মতো।জ্বর সর্দি থাকে থাকে তাছাড়া এর ক্ষেত্রে পেট সংক্রান্ত গণ্ডগোল এবং দুর্বলতা ও মাথা ঘোরার মতো বিষয়গুলি দেখা যেতে পারে।

Advertisements

এদিকে এই রোগে ও শেষমেশ মানুষ ফুসফুসের সংক্রমণ হয়ে মারা যায় তবে এই ভাইরাস নতুন নয় কিন্তু এই করণে সংক্রমণ এর মধ্যেই নতুন ভাইরাস সামনে আসায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে।এদিকে এ ভাইরাস বায়ুবাহিত রোগ নয়।তবে এর মারণ ক্ষমতার জন্য বিষয়টি মারাত্মক ভয়ের।

Related Articles