whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনার ভ্যাকসিন! চমকে দেওয়ার মত খবর দিলো গবেষকরা!

দেশ জুড়ে চলছে লকডাউন ।করোনা ভাইরাসের চেন ব্রেক করতে এই একমাত্র পন্হা কিন্তু তার সঙ্গে করোনা ভাইরাস নির্মূল করতে প্রতিষেধক ও প্রয়োজন।লক ডাউনের পরেও আক্রান্তদের সংখ্যা কমলেও নির্মূল হয়নি করোনা…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেশ জুড়ে চলছে লকডাউন ।করোনা ভাইরাসের চেন ব্রেক করতে এই একমাত্র পন্হা কিন্তু তার সঙ্গে করোনা ভাইরাস নির্মূল করতে প্রতিষেধক ও প্রয়োজন।লক ডাউনের পরেও আক্রান্তদের সংখ্যা কমলেও নির্মূল হয়নি করোনা ভাইরাস। কিন্তু এর মাঝেও আশার আলো দেখা যাচ্ছে ।কোথাও কোথাও বিভিন্ন ওষুধ পরীক্ষামূলকভাবে করানা সংক্রমণ রুখতে ব্যবহার করতে শুরু করছেন চিকিৎসকরা ।কোথাও আবার নতুন করে ওষুধ আবিষ্কারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন গবেষকরা

আপনার জন্য নির্বাচিত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় উন্নত বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন এর মধ্যে থেকে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর একদল গবেষক জানাচ্ছেন যক্ষার প্রতিশেধকে এই সুফল মিলতে পারে ।চিকিত্সক পরীক্ষা করে গবেষকরা দেখতে পেয়েছেন ব্যাকিলাস ক্যালমেট গেরিন বিসিজি যা যক্ষা রোগের ভ্যাকসিন হিসাবে ব্যবহৃত হতো তা করোনা বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হতে পারে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মুরডক children’s রিসার্চ ইনস্টিটিউটের একদল গবেষক এ গবেষণা করেছেন। ডেইলি মেইল সংবাদ মাধ্যমে তথ্য জানানো হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে 4000 স্বাস্থ্যকর্মী এতে অংশ নিচ্ছেন।এটি করোনা প্রতিরোধ করবে কিনা তা নিশ্চিত হতে 4000 স্বাস্থ্যকর্মীর ওপর ওই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

প্রিন্ট প্রিন্ট রিপোজিটরি মেড আরসিভে প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে এই বিসিজি টিকা করোনা মোকাবেলায় যথেষ্ট সহায়ক হবে। বিগত এক শতাব্দী ধরেই এই ভ্যাকসিন এর প্রচলন রয়েছে ,করোনায় শ্বাস – প্রশ্বাসজনিত সমস্যার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে গবেষক দাবি করেছেন।