করোনার প্রকোপ! বেতন কমছে সরকারি কর্মী ও জনপ্রতিনিধিদের!

Advertisement

প্রীতম দাস : করোনা ভাইরাস এর জেরে গোটা বিশ্বে অর্থনৈতিক পরিকাঠামো ওপর বড় আঘাত এসেছে। শুধু তাই নয় আমাদের দেশ ভারতবর্ষের আর্থিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই আমাদের দেশে জিডিপির হার অন্যান্য অনেক দেশের তুলনায় কম ছিল ও হ্রাস পাচ্ছিল। ঠিক এমন মুহূর্তে করোনাভাইরাস এর আঘাত যেন অনুঘটক রূপে কাজ করলো। করোনা ভাইরাস ও ও তার প্রভাব থেকে দেশকে রক্ষা করার জন্য লকডাউন এর জেরে দেশ ক্রমশ আর্থিক সংকটের দিকে এগোচ্ছে।

Advertisements

এই আর্থিক সংকটের সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর এর নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে আই এম এফ প্রধান জানিয়েছেন যে বিশ্ব মন্দার মধ্যে ঢুকে পড়েছে। এর পরিণাম 2009 সালের থেকেও খারাপ হতে পারে। জানা যাচ্ছে করোনা ভাইরাস এর জেরে এক্সিকিউটিভ , জনপ্রতিনিধি ও কর্মীদের বেতন 10 থেকে ৭৫ শতাংশ কমানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তেলেঙ্গানা সরকার।

Advertisements

রাষ্ট্রায়ত্ত সংস্থা , সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান , সরকারি কর্মীদের বেতন সহ অবসরপ্রাপ্তদের পেনশন এর ক্ষেত্রে বড়োসড়ো কাটছাঁট হতে পারে বলে জানিয়েছে তেলেঙ্গানা সরকার। মন্ত্রিপারিষদ , বিধায়ক ও কাউন্সিলরদের বেতন 75% পর্যন্ত কমানো হতে পারে বলে জানিয়েছেন কে চন্দ্রশেখর রাও এর সরকার। শুধু তাই নয় চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন 10% কাটছাঁট হবে বলে জানা গেছে।

Related Articles