করোনার পরীক্ষা, এবার ঘরে বসেই! চালু হল নতুন পরিষেবা

Advertisement

দেবপ্রিয়া সরকার : বর্তমানে দেশের যে বিধ্বংসী চিত্র উঠে এসেছে তার এক এবং একমাত্র কারণ হল করোনাভাইরাস। সারা বিশ্বকে গ্রাস করে রেখেছে এই ভাইরাস। এই ভাইরাস কখন, কাকে, কিভাবে আক্রমণ করবে তা বোঝা মুশকিল। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহে সংক্রমণ ঘটেছে কিনা তা জানতেও সময় লেগে যায় ২ দিন। আর এতে ভাইরাস ব্যক্তির শরীরের আরো কিছু ক্ষতি করে ফেলে ততক্ষণে। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে প্র্যাকটো।

Advertisements

এবার ঘরে বসেই করোনা ভাইরাস পরীক্ষা করা যাবে। পরীক্ষার ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। এমনটাই জানিয়েছে ব্যাঙ্গালোর কম্পানি প্র্যাকটো। তবে এর জন্য আগে থেকে অনলাইন বুকিং করতে হবে। ‌বুকিং করার আগে লাগবে একজন সার্টিফাইড ডাক্তারের প্রেসক্রিপশন যেখানে COVID-19 পরীক্ষার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং এর সঙ্গে লাগবে রোগীর নিজস্ব পরিচয় পত্র। থাইরোকেয়ারের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষের জন্য এই সুবিধা নিয়ে এসেছে প্র্যাকটো।

Advertisements

এই পরীক্ষা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দ্বারা অনুমোদিত বলে জানিয়েছে প্র্যাকটো। এই পরীক্ষার জন্য প্র্যাকটোর পক্ষ থেকে সম্পূর্ণ সুরক্ষা বিধি বজায় রেখে সন্দেহভাজন করোনা-আক্রান্ত ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। এই পরীক্ষা সব মিলিয়ে খরচ হবে ৪৫০০ টাকা। আপাতত মুম্বাইতেই শুধু এই পরিষেবা চালু হয়েছে তবে প্র্যাকটো পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমগ্র দেশজুড়ে এই পরিষেবা চালু হবে।

Related Articles