বর্তমানে করোনার করাল গ্রাসে প্রায় গোটা পৃথিবী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিটা মুহূর্তে ভেসে আসছে মৃত্যু বা করোনায় আক্রান্ত হওয়ার খবর। করোনার মারণ থাবায় সবচেয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছে ইতালি। এই দেশের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যার ধারে কাছে পৌঁছতে পারেনি অন্যান্য কোনো দেশ। করোনার ছোবলে গত ২৪ ঘন্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের।
ইতালিতে করোনার জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জন। পাশাপাশি ইতালিতে এইপর্য্ন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯২,৪৭২ জন। করোনায় মৃত্যুর দিক থেকে ইতালি এক নম্বরে থাকলেও আক্রান্তের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১২,২০০ জন। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী বর্তমানে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১,১৬,৩২৬ জন।