চীন থেকে শুরু ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস নোভেল করোনা। দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ৩ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ। ভারতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯ জন। গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নোভেল করোনা।
করোনার কারণে শুধু প্রানের সংশয় নয়, এবার চিন্তা শুরু হয়েছে কর্মজীবনে। করোনার কারণে ভারতে বেশকিছু বড়সড় সংস্থা কর্মী ছাটাইয়ের কথা ভাবছে। এদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে Oyo হোটেলস। ভারত ছাড়াও বিদেশেও কর্মী ছাটাই করবে এই সংস্থা।
সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই দেশ-বিদেশ মিলে ৫০০০ থেকে ২৫০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে Oyo হোটেলস। করোনার কারণে ব্যাবসায় দেখা দিয়েছে আর্থিক মন্দা। সেই কারণে কর্মী ছাটাইয়ের মাদ্ধমে নিজেদের লোকসান কমানোর চেষ্টা করছে বিভিন্ন সংস্থা।