সংকটের আবহে স্বস্তির খবর, করোনার টিকা আবিষ্কার, দেওয়া হবে মানুষের শরীরে

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে দেশের তাবড় তাবড় চিকিৎসক বিজ্ঞানীরা। করোনাভাইরাস এর কোনো সঠিক টিকা না থাকায় ইতিমধ্যে বিশ্বজুড়ে ১.৭ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস এবং আক্রান্ত প্রায় ২৫ লক্ষের বেশি মানুষ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনার টিকা নিয়ে কাজ করে চলেছে। জানা গিয়েছে একটি টিকা কি তারা আবিস্কার করে ফেলেছে যা ব্রিটেন সরকার আগামী বৃহস্পতিবার থেকে মানুষের উপর প্রয়োগ করে পরীক্ষা করে দেখবে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। ওই টিকা আবিষ্কার এর জন্য ব্রিটেন সরকার ২ কোটি পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে মঙ্গলবার।
ম্যাট হ্যানকক আরো জানান, এম্পেরিয়াল কলেজকে করোনা ভাইরাসের পরীক্ষামূলক চিকিৎসার জন্য ২.২৫ কোটি পাউন্ড দেওয়া হচ্ছে। করোনা প্রতিরোধের টিকার গবেষণায় ব্রিটেন অগ্রণী ভূমিকা পালন করছে। ব্রিটেনের আপ্রাণ চেষ্টা করে চলেছে টিকা আবিষ্কারের। তিনি আরো বলেন, এই টিকা আবিষ্কার সংক্রান্ত গবেষণায় অন্য দেশকে পেছনে ফেলে দিয়েছে। গত মঙ্গলবার করোনা ভাইরাসে ব্রিটেনে মৃত্যু হয়েছে ৮২৩ জনের। সবমিলিয়ে এখনো পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭,৩৩৭ জন।
সারা বিশ্বের যত জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে তার মধ্যে ৮০ শতাংশই ইউরোপ ও আমেরিকার বাসিন্দা। ইউরোপে করোনায় সংক্রমিত হয়েছে ১,২৩০,৫২২ জন এবং মৃত্যু হয়েছে ১০৮,৭৯৭ জনের। আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮৮,৯২০ জন এবং এর মধ্যে মারা গিয়েছেন ৪২,৪৫৮ জন। সারাবিশ্বে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২৫,০৩,৪২৯ জন এবং মৃত্যু হয়েছে ১,৭২,৫৫১ জনের।