whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনার জের, আমেরিকায় মৃত্যু মিছিল! মোদীর কাছে সাহায্য চাইলেন ডোনাল্ড ট্রাম্প!

প্রীতম দাস : করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বের মাথাব্যথা এখন তুঙ্গে। পৃথিবীর 202 দেশে করোনাভাইরাস নিজের প্রভাব বিস্তার লাভ করেছে। আমেরিকাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পেরিয়ে গেছে। গত…

Published By: Web Desk | Updated:
Advertisements

প্রীতম দাস : করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বের মাথাব্যথা এখন তুঙ্গে। পৃথিবীর 202 দেশে করোনাভাইরাস নিজের প্রভাব বিস্তার লাভ করেছে। আমেরিকাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পেরিয়ে গেছে। গত 24 ঘন্টায় নিউইয়ার্কে 630 জনের মৃত্যু ঘটেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপকভাবে চাপের সৃষ্টি হয়েছে। করোনাভাইরাস এর চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের জন্য ভারতের কাছে আর্জি জানাল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প এদিন জানান যে , আজ ভারতের নরেন্দ্র মোদিকে কল কড়ার পর ভারত হাইড্রক্সিক্লোরোকুইন এর মার্ট মার্কিন অর্ডারের দিকে বিশেষভাবে নজর দিতে চলেছে।

আপনার জন্য নির্বাচিত

তিনি আরো বলেন যে আমিও এই ওষুধ টা নিতে পারি। আমি আমার চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথা বলব। প্রধানমন্ত্রী এদিন টুইটারে জানিয়েছেন টেলিফোনে তার সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন হয়েছে। তিনি বলেন আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। কভিদ ১৯ এর সঙ্গে লড়তে ভারত-মার্কিন শক্তি পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে বলে জানান এদিন। আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী , ভারত এই ওষুধ প্রচুর পরিমাণে তৈরি করেছে তাদের কোটি কোটি দেশবাসীর জন্য। যে পরিমান হাইড্রক্সি ক্লোরোকুইন তারা চেয়েছে , ভারত তা দিয়ে দিক। আপাতত সে দিকেই তাকিয়ে রয়েছে আমেরিকা।

বলাবাহুল্য আমেরিকায় প্রতিদিন নোবেল করোনাভাইরাস প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন , এদের মধ্যে অনেক মানুষ মারাও যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কোন ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার বিপুল প্রাণহানির বিষয় গভীর ভাবে শোক জ্ঞাপন করেন এদিন।