করোনার করালগ্রাসে ভারত! মৃত ৫০, আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

প্রীতম দাস : যত দিন যাচ্ছে সারা বিশ্বে করনা ভাইরাসের শক্ত চোয়াল যেন আরও শক্ত হচ্ছে। ইতিমধ্যে সারা বিশ্বে এই ভাইরাসে সাড়ে 8 লক্ষেরও বেশি মানুষ রোগাক্রান্ত। আমেরিকা ইতালির মতো উন্নতশীল দেশ গুলিতে এখন মৃত্যুলীলা চলছে। এই ভাইরাসের প্রভাব থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য বিজ্ঞানী থেকে চিকিৎসক মহল সবাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এতকিছুর পরেও করোনাভাইরাস তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রয়েছে। ভারতে প্রতিদিন ক্রমশ বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত হবার রোগীর সংখ্যা। ভারতে এখনো পর্যন্ত 1965 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর।
এই ভাইরাসের সংক্রামক শৃংখল থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে 50 জন রোগী মৃত্যু হয়েছে যদিও 151 জন এই ভাইরাসের সঙ্গে লড়াই করে পুনরায় স্বাভাবিক জীবন ছন্দে ফিরে এসেছেন। গত 24 ঘন্টায় ভারতে 12 জনের মৃত্যু ঘটেছে।
লকডাউন চলাকালীন এইভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে কার্যত প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে। সমস্ত মানুষ যাতে ঘরে থাকে বিনা কারণে ঘর থেকে না বের হয় তার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ লকডাউন থাকা সত্বেও বহু জায়গায় এই লকডাউন কে অনেকে মানছেন না। এর ফলে আগামী দিনে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারে সমাজ !