করোনার আতঙ্ক! রানীকে ছেড়ে ২০ জন সঙ্গিনী নিয়ে আইসোলেশনে রাজা!

করোনাভাইরাস বিশ্বব্যাপী লকডাউন রাজকীয় বিলাসবহুল আয়োজনে থাইল্যান্ড রাজার জন্য। মহামারী থেকে বাঁচতে আত্ম বিচ্ছিন্ন হয়ে জার্মানির একটি হোটেলে উঠেছেন মহা বাজিরালংকর্ন । বিচ্ছিন্ন থাকলে কি হবে মিলনের আয়োজনে কমতি নেই কোন কুড়িজন সঙ্গিনী তাকে ঘিরে রয়েছে। তবে সংক্রমণ থেকে বাঁচাতে সামরিক পরিষেবা থেকে বিরত রেখেছেন তার বউদের।
জার্মানির এক সংবাদ মাধ্যমে প্রকাশ স্থানীয় জেলা পরিষদের অনুমতি নিয়ে তবেই এই আয়োজন করা হয়েছে এই মুহূর্তে তিনি রয়েছেন বাভারিয়ার গ্র্যান্ড হোটেল সোনেন বীচে। পুরো হোটেল তিনি তার জন্য বুক করে নিয়েছেন কিন্তু তার স্ত্রী দের সেখানে প্রবেশাধিকার নেই। কেবল রয়েছেন কুড়িজন সঙ্গী আর কিছু ভৃত্য। তবে এখানেই শেষ নয় রাজার স্বাস্থ্যের কারণে এই অঞ্চলের অন্যান্য সমস্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজার এক মুখপাত্র জানিয়েছেন যে গ্র্যান্ড হোটেল সোনেনবিচেল এই নির্দেশের বাইরে। কারণ এই হোটেলের গণ্যমান্য অতিথিরা এভাবেই থাকেন।
রাজার এই সুখ যদিও বা কাটার মতো বিঁধছে সেই দেশের প্রজাদের তারা মোটেও খুশি হননি রাজার আচরণে।এই খবর সামনে আসতেই দেশের মানুষের তীব্র সমালোচনার ঝড় উঠেছে ।অধিকাংশের বক্তব্য দেশের সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিক চিকিৎসক-নার্স যেখানে প্রাণ বাজি রেখে ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন সেখানে রাজা আছেন জার্মানিতে? এছাড়াও যেখানে আইসোলেশন এর অর্থ একা থাকা সেখানে কুড়ি জন সঙ্গী নিয়ে গিয়ে থাকাও কি আদৌ আইসোলেশন এই প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে।করোনার আতঙ্কের মধ্যে তবে কি রাজার দ্বায়িত্বহীনতার পরিচয় পাওয়া গেল?