whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনার আতঙ্ক! মুখে অযথা মাস্ক পড়বেন না? জেনেনিন চিকিৎসকদের মতামত

ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে করোনা। হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। কি ভাবে বাঁচা যাবে এই মহামারীর হাত থেকে? তার উপায় খুঁজতে দিনরাত গবেষণা চালাচ্ছে বিশ্বের তাবর…

Published By: Web Desk | Updated:
Advertisements

ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে করোনা। হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। কি ভাবে বাঁচা যাবে এই মহামারীর হাত থেকে? তার উপায় খুঁজতে দিনরাত গবেষণা চালাচ্ছে বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা। করোনার হাত থেকে বাঁচতে ইতিমধ্যে জারি হয়েছে বেশ কিছু সতর্কতা। বাইরে থেকে বাড়িতে ফিরে স্যানিটাইজার দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুতে হবে। কোনো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। ঘন ঘন হাত ধোবেন। তবে এসবের মধ্যে মাস্ক পড়া কি বাধ্যতামূলক?

আপনার জন্য নির্বাচিত

মাস্ক দিয়ে মুখ ঢাকলেই দূরে থাকবে করোনা। এই ধারণা করেই ঘরে বাইরে সব জাগায় মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন বহু সাধারণ মানুষ। মাস্ক না পড়লেই আকড়ে ধরবে করোনা এই ভয়ে জড়সড় মানুষ। মাস্ক কিনতে হুড়োহুড়ি বাজার-ঘাটে।

কিন্তু চিকিৎসকদের মতে, মাস্ক পড়লেই যে করোনা আপনাকে ছুঁতে পারবে না সেই ভয়ে মাস্ক পরে থাকার কোনো দরকার নেই। যারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে নিযুক্ত আছেন বা যারা করোনায় আক্রান্ত রোগীর আশেপাশে থাকবেন শুধুমাত্র তারাই মাস্ক ব্যাবহার করবেন। এই বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় হাসপাতালে সমস্ত চিকিৎসা কর্মীদের একত্রে দাড় করিয়ে বুঝিয়ে দিলেন এই পরিস্থিতিতে কারা মাস্ক পড়বে আর কারা পড়বেন না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।