Advertisements

করোনার আতঙ্ক! গাছের মাথায় বাসা বাঁধলেন ৭ যুবক!

Advertisements

দেবপ্রিয়া সরকার : মাসকয়েক আগে চেন্নাইতে কাজে গিয়েছিলেন পুরুলিয়ার সাত যুবক। যুবকরা সকলেই পুরুলিয়ার বলরামপুর ব্লকের গেরুয়া পঞ্চায়েতের। চেন্নাইতে কর্মরত অবস্থায় চারিদিকে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় ওই সাত যুবক তাদের নিজেদের গ্রামে ফিরতে চাইলে সেই মুহূর্তে গোটা দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউন জারি করে দেয়। ওই সাত যুবক ফেরার পথে খড়গপুর স্টেশনে আটকে পড়ে। কোনো ভাবে গাড়ি ধরে সেখান থেকে নিজেদের গ্রামে এসে পৌঁছলো বাড়িতে ঢোকার আগে সাত যুবক সোজা যায় পুলিশ স্টেশনে।

তারপর পুলিশের সহায়তায় সেখান থেকে হাসপাতালে যায় করোনা পরীক্ষা করাতে। পরীক্ষার রিপোর্টে তেমন কিছু পাওয়া না গেলেও চিকিৎসকরা ওই সাত যুবককে আলাদা করে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। কিন্তু গ্রামে আলাদাভাবে থাকার কোন ব্যবস্থা না থাকায় এক গাছে আশ্রয় নিল ওই সাত যুবক। গাছের উপর হাতি তাড়ানোর মাচায় ঠাঁই নিয়েছে চেন্নাই ফেরত সাত যুবক। গ্রামের লোকের সহযোগিতায় ওই সাত যুবকের গাছে থাকার ব্যবস্থা করা হয়। গ্রামের সূত্রে খবর , ওই সাত যুবকের বাড়ির লোকজন গাছের নিচে রান্নার সমস্ত সামগ্রী রেখে দেয় যাতে প্রয়োজনে নিজেদের খাবার তারা নিজেরাই বানিয়ে নিতে পারে। ‌

ওই সাত যুবকদের মত একজন বিজয় সিংহ লায়া বলেন,’আমরা সাতজনেই সুস্থ ছিলাম। আমাদের কোন রকম অসুবিধা হয়নি’। সাত যুবক জানিয়েছি তারা যেভাবে এ কদিন দেশের স্বার্থে আদেশ মেনে চলেছেন, প্রত্যেকে যেন এভাবেই আদেশ মান্য করে। তবে তাদের বেশিদিন গাছে থাকতে হয়নি। স্থানীয় প্রশাসনের কাছে তাদের গাছে থাকার খবর যেতেই তারা এসে সেই যুবকদের নামিয়ে তাদের নিজেদের বাড়িতে গৃহ-পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছেন।

Related Articles