দেবপ্রিয়া সরকার : করোনা আতঙ্কে জর্জরিত সমগ্র বিশ্ব। করোনা সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। এই পরিস্থিতিতে যখন সবাই খাদ্যসামগ্রী জোগাড় করতে ব্যস্ত তার মধ্যে এক অদ্ভুত ব্যাপারে অবাক সকলে। বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে আবার রিপোর্টে বলা হয়েছে তাদের দেশে অন্যান্য পণ্য সামগ্রীর পাশাপাশি চাহিদা বেড়েছে গাঁজার। আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে গাঁজার চাহিদা।
সংবাদ সংস্থা রয়টার্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশে, কানাডা ও আমেরিকায় গাঁজার বিক্রির চাহিদা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। শুধু আমেরিকাতেই ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত মধ্যে গাঁজার বিক্রি এক লাফে প্রায় ৫০% বেড়ে গিয়েছে। গতবছর গাঁজার চাহিদা যা ছিল তার ভিত্তিতে এই রিপোর্ট পেশ করা হয়েছে। কানাডার একটি রিপোর্টে জানানো হয়েছে গত দুই সপ্তাহে অনলাইনে গাঁজা বিক্রির চাহিদা বেড়েছে। খাদ্যদ্রব্য, ওষুধ, স্যানিটাইজার, টিস্যুপেপার এগুলোর পাশাপাশি গাঁজাও ঘরে মজুত করে রাখছে ইউরোপের বিভিন্ন দেশ গুলি।
এর আগে একটি ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল। যাতে দেখা গিয়েছিল অন্যান্য দোকানে তুলনায় গাঁজার দোকানে হাজার লোকের ভিড়। সেই দোকানে গাঁজা কেনার জন্য লম্বা লাইন পড়েছিল। এছাড়াও আমস্টার্ডামের বেশি কিছু কফি শপের বাইরে গাঁজা ভরা সিগারেট কেনার জন্য মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে। দেশের এমন দুর্যোগ পরিস্থিতিতে এই দৃশ্য মানুষকে অবাক করেছে। বর্তমানে বিশ্বে একাধিক দেশ লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করছেন। সারা দেশজুড়ে করোনায মহামারীতে আক্রান্ত হয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮ এবং মৃত্যু হয়েছে ২৭ হাজারেরও বেশি মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০৫০ এর বেশি এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। ১৪ ই এপ্রিল পর্যন্ত গোটা দেশজুড়ে চলবে লকডাউন। এর পরে পরিস্থিতি বুঝে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।