করোনার আতঙ্কের মাঝে ভয়ানক বিপদের আশঙ্কা! দাউ দাউ করে জ্বলে উঠলো পুরীর মন্দিরের চূড়ার পতাকা

দেবপ্রিয়া সরকার : পুরীর ইতিহাসে এই প্রথম এভাবে জ্বলছে মন্দিরের চূড়ার পতাকা। চারিদিকে করোনা আতঙ্কে তটস্থ বিশ্ববাসী। এর মধ্যে এমন একটি ঘটনা কে অশুভ বার্তা বলে মনে করছেন পুরীর মন্দিরের সেবায়েতরা। বুধবার ছিল একাদশী৷ ওই দিনে মঘদীপ জ্বালানোর রীতি রয়েছে পুরীর মন্দিরে৷ এই প্রদীপ মন্দিরের চূড়ায় রাখা হয়৷ বিশেষ কিছু অনুষ্ঠান হলেই এই প্রদীপ জ্বলে মন্দিরের চূড়ায়৷ সেই প্রদীপ থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷
সেই মুহূর্তে অত উঁচুতে উঠে আগুন নেভানো সম্ভব হয়নি তখন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মন্দিরের সেবায়েতরা জানান রাত ৮.২০নাগাদ এই ঘটনা ঘটে৷ আকাশ তখন বেশ মেঘলা ছিল এবং জোরে হাওয়া দিচ্ছিল৷ সেই হওয়া থেকেই পতাকায় আগুন ধরে যায়৷ পুরীর মন্দিরের পবিত্র পতাকাকে বানা বলা হয়৷ লোহার রডের সঙ্গে জুড়ে থাকা এই বানা সম্পূর্ণটা পুড়ে যায়৷ নীল চক্রের কাছে এই রাখা ছিল প্রদীপটি৷ চক্রটি অষ্টধাতু দিয়ে তৈরি৷
তবে জানা গিয়েছে যে সবথেকে উঁচুতে যে পতাকা ছিলো তা সুরক্ষিত রয়েছে৷ এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল সাইক্লোন ফণি সময়৷ তাতে পুরী এবং তার আশেপাশের এলাকায় প্রচুর ক্ষতি হয়। এবারও দেশের এমন দুর্যোগের দিনে মন্দিরের পবিত্র পতাকায় আগুন লাগাকে কু-ইঙ্গিত মনে করছেন মন্দিরের পুরোহিতরা।