whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনাকে হারিয়ে নতুন জীবন লাভ! করোনা যুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করলেন এই যুবক

করোনা হারিয়ে নতুন জীবন পেলেন ভারতীয় এক যুবক। ‘হিউম্যানস্ অফ বম্বে’-কে জানালেন তার এই কঠিন জীবন যুদ্ধের কথা। মুম্বইয়ের ‘লন্ডন স্কুল অফ ইকনোমিকস’-এর ছাত্র ঋষি গিরিধর নামের ওই পড়ুয়া জানিয়েছেন,…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনা হারিয়ে নতুন জীবন পেলেন ভারতীয় এক যুবক। ‘হিউম্যানস্ অফ বম্বে’-কে জানালেন তার এই কঠিন জীবন যুদ্ধের কথা। মুম্বইয়ের ‘লন্ডন স্কুল অফ ইকনোমিকস’-এর ছাত্র ঋষি গিরিধর নামের ওই পড়ুয়া জানিয়েছেন, তিনি যে কলেজে পড়াশোনা করতেন সেখানে আরও ৪৫ টি দেশ থেকে পড়ুয়ারা পড়াশোনা করেন। দেশে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়তে একটা ভয় কাজ করতে শুরু করে। যেহেতু বিভিন্ন দেশ থেকে পড়ুয়ারা আসে ওই কলেজে।

আপনার জন্য নির্বাচিত

ঋষি জানিয়েছেন, শীতকালীন ছুটির পর পুনরায় শুরু হয় কলেজ। তারপর খবর পাওয়া যায় কলেজের একজনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। খবর জানাজানি হতেই কলেজ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঋষি নামের ওই পড়ুয়া জানান, এরপর তিনি বাড়ি ফিরে নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। ফিরে আসার দ্বিতীয় দিন থেকেই তার শরীরের কিছু সমস্যা দেখা দেয়। ঘটনার পাঁচ দিনের মাথায় অবস্থার অবনতি হলে বাবা-মাকে বিষয়টি খুলে বলেন। তারপর তাকে কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়।

https://www.instagram.com/p/B-rK89lB2tM/?igshid=ujczwcux6c8b

পরীক্ষার পরে হাসপাতালের চিকিৎসকরা জানায় ঋষির শরীরে করোনা পজিটিভ। ঋষি বলেন, এই খবরটি শুনেই তার বুক খালি হয়ে গিয়েছিল। এরপর শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসার বিষয়ে ঋষি জানিয়েছেন, ‘হাসপাতালের দিনগুলি খুবই আনন্দদায়ক ছিল। চিকিৎসক থেকে নার্স সবাই আমাকে সব কিছু দিয়েছে। সময় মতো ওষুধ, খাবার সব কিছু। সেখানে আমি ভালো অনুভব করতে থাকি। চিকিৎসার ৫ দিন পরে তার শরীরে করোনা নেগেটিভ ধরা পড়ে। এখন সুস্থ্য আছে ঋষি। তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে আর একবার পরীক্ষা করা হবে তাকে।