এবার PF-এর ক্ষেত্রে মান্যতা পেলো আধার কার্ড!

দেবপ্রিয়া সরকার : কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এ সদস্যের জন্মতারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড কে মান্যতা দেওয়া হবে। রবিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, এবার থেকে অনলাইনে জন্মের প্রমাণ হিসেবে যে সমস্ত নথি নেওয়া হতো তার সঙ্গে আধার কার্ডকেও যুক্ত করা হবে। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের কেওয়াইসি যাচাই করার ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট গ্রাহকের জন্মতারিখে সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে বৈধ বলে গণ্য করা হবে। কোন ভাইরাস দেশজুড়ে মহামারী আকার ধারণ করায় সমস্ত অফলাইন পরিষেবা বন্ধ রয়েছে। তাই শ্রম মন্ত্রক জানায় আরো বেশি গ্রাহককে অনলাইন পরিষেবার আওতায় আনা প্রয়োজন। তাই যে যে ক্ষেত্রে জন্ম তারিখ যাচাই প্রয়োজন সেই ক্ষেত্রগুলিতে গ্রাহকদের আধার কার্ড কে যুক্ত করা হবে।
এ ক্ষেত্রে গ্রাহকদের সম্পূর্ণ তথ্য দিতে ফিল্ড অফিস গুলো কে নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের প্রভিডেন্ট ফান্ডের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার (ইউএএন) কেওয়াইসি সম্মত কি না তা নিশ্চিত করা যাবে। এক্ষেত্রে ইপিএফও-র কোনও গ্রাহক যদি তাঁর জন্মতারিখ সংশোধন করতে চান তা হলে আধার কার্ডে উল্লেখ করা জন্মতারিখ বৈধ বলে গণ্য করা হবে। কিন্তু যদি ইপিএফওর নথিতে থাকা জন্মতারিখ এবং আধার কার্ডে উল্লেখ করা জন্মতারিখ আলাদা হয় তবে সে ক্ষেত্রে উভয় জন্ম তারিখের মধ্যে ফারাক তিন বছরের কম হতে হবে। গ্রাহক তাঁর জন্মতারিখ সংশোধনের জন্য করা আবেদন অনলাইনেই জমা দিতে পারবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়া ইপিএফও সঙ্গে সঙ্গে ইউনিক আইডেন্টিফিকেশন ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) মাধ্যমে তা যাচাই করে নিতে পারবে। এর ফলে গোটা প্রক্রিয়ার সময় এবং যাচাইয়ের সময় কমে যাবে। বর্তমানে পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে অনেক মানুষ এ অর্থ সংকটে ভুগছে এই দিক বিবেচনা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো আমানতের ৭৫% টাকা তোলার অনুমতি দিয়েছে।
যদিও প্রভিডেন্ট ফান্ড থেকে জরুরী কালীন অবস্থায় বাড়ি কেনা বা বিয়ে প্রভৃতি বিশেষ প্রয়োজনে টাকা তোলার অনুমতি ছিল। কিন্তু সে ক্ষেত্রে টাকা তুললে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকাউন্টে জমার নিয়ম রয়েছে। কিন্তু বর্তমানকালীন অবস্থায় সেই নিয়ম শিথিল করা হয়েছে। ফিল্ড অফিসগুলিকে গ্রাহকদের অনলাইনে জমা দেওয়া টাকা তোলার আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে বলেছে ইপিএফও। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আর্থিক সঙ্কটে পড়া গ্রাহকরা যাতে গচ্ছিত আমানত থেকে অফেরতযোগ্য ঋণ হিসাবে টাকা তুলতে পারে এবং টাকা তোলার জন্য অনলাইনে আবেদন করতে পারে তা দেখার দায়িত্বও দেওয়া হয়েছে ফিল্ড অফিসগুলিকে। তবে সেই সমস্ত গ্রাহকরা এই সুবিধা পাবে যাদের কেওয়াইসি নিয়ে কোনো রকম অসুবিধা নেই।