প্রীতম দাস : দিন যত যাচ্ছে করোনা কে নিয়ে মানুষের মনে আতঙ্ক বাড়ছে। এখনো পর্যন্ত করোনার কোন প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। প্রতিদিন টিভি খুললেই বিভিন্ন দেশে মৃত্যু মিছিলের খবর শোনা যাচ্ছে। পুরো মানব সমাজের উপর যেন এক কালো ছায়া নেমে এসেছে। এমতাবস্তায় এই আপৎকালীন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ভারতীয় জ্যোতিষ বিজ্ঞান।
বহু বিখ্যাত জ্যোতিষীদের মতে , 15 এপ্রিলের পর থেকে এই ভয়ানক পরিস্থিতির হ্রাস পেতে থাকবে। আরো জানিয়েছেন যে 14 এপ্রিলের মধ্যে এই আপদকালীন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রিত হতে পারে ! দেশে এই ভয়ানক পরিস্থিতির কারণ হিসেবে জ্যোতিষ জানাচ্ছে যে , গোচরে রাহুর সহাবস্থান অন্যতম প্রধান কারণ। নিউমেরোলজি অনুযায়ী ২০২০ সাল হচ্ছে রাহু বছর। রাহু বর্তমানে বায়বীয় রাশিতে রয়েছে যার দরুন বাতাসের গতিতে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। অন্যদিকে জনগণের কারক গ্রহ শনি রাশি পরিবর্তন করে মকরে প্রবেশ করেছে ও শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে। গতকাল 24 শে মার্চ রাত 10 ঘটিকায় মঙ্গল রাশি পরিবর্তন করে মকরে প্রবেশ করেছে। মকর হচ্ছে মঙ্গলের তুঙ্গস্থ ঘর। তাঁরা জানাচ্ছেন , 30 শে মার্চ বৃহস্পতি রাশি পরিবর্তন করে মকরে প্রবেশ করবে ও তার ফলে এই পরিস্থিতি কিছুটা হলেও হাতের নাগালের মধ্যে আসতে পারে।
আগামী 15 ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন রবি মীন রাশি থেকে তার তুঙ্গী ঘর মেষ রাশিতে প্রবেশ করবে। রবির এই প্রত্যাবর্তন শুভ বলে গণ্য করা হচ্ছে। রবি হচ্ছে আত্মা , আলোর দিশারী। সুতরাং 15 এপ্রিলের পর থেকে এই কঠিন অবস্থা হ্রাস পেতে থাকবে বলে জ্যোতিষ গণের এক বড় অংশ আশাবাদী। বহু জ্যোতিষী তাদের ব্যাক্তিগত বিচার ইউটিউব এ জাহির করছেন। পড়না আতঙ্কে সবাই যখন ত্রস্ত তখন কিছুটা হলেও মানুষের মনে আশার আলো দেখাচ্ছে জ্যোতিষ !