এই মুহূর্তের বড় খবর-ভারতে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা!

Advertisement

বর্তমান পৃথিবীতে একটাই আতঙ্ক চিনের করোনা ভাইরাস। নাম শুনলেই প্রানের ভয়ে কাঁপছে মানুষ। কোথায় গেলে বাঁচা যাবে। কোথায় গেলে দূরে থাকবে করোনা? একটি সুরক্ষিত জায়গা পেতে হন্যে হয়ে খুঁজছে মানুষ। করোনার জেরে লকডাউন বিশ্বের বেশিরভাগ দেশ। করোনাকে রুখতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ভারত। তবুও করোনার প্রকোপ এখনো তেমন ভাবে কমেনি।

Advertisements

গোটা দেশ লকডাউন করে করোনার চেন ছেড়া বা ভাঙার চেষ্টা করলেও লাগাম দেওয়া যাচ্ছেনা। দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতকাল, শনিবার ২৪ ঘন্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৯ জন। বর্তমানে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২৯ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

Advertisements

দেশের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যাও অনেক। কেরলে করোনায় আক্রান্তের সংখ্যা- ১৮২, কর্ণাটকে- ৮১, তেলেঙ্গানা-৬৭, উত্তরপ্রদেশে- ৬৫, গুজরাত- ৫৫, রাজস্থানে- ৫৪, দিল্লি- ৪৯ ও পশ্চিমবঙ্গে ১৮ জন।

Related Articles