এই মুহূর্তের বড় খবর, দেশে করোনা মুক্ত ৫টি রাজ্য! বাড়ছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা

ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তার মধ্যে পাওয়া গেলো কিছুটা স্বস্তির খবর। সিকিম, মনিপুর , নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা দেশের এই পাঁচটি রাজ্য করোনার হাত থেকে মুক্ত। ত্রিপুরায় মাত্র দুজনের শরীরে সক্রিয় ছিল করোনা ভাইরাস। বর্তমানে তারা দুজনেই সুস্থ। এবং এখন তারা হাসপাতাল থেকে ছুটি পেয়ে নিজেদের বাড়িতেই রয়েছেন।
কিভাবে করোনা মুক্ত হলো এই রাজ্য? সূত্রের খবর অনুযায়ী, ত্রিপুরায় যাদের দেহে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছিল তাদেরকে প্রথমেই আলাদা করে রাখা হয়েছিল এবং তারপর ওই রোগীদের ওপর কন্টাক্ট ট্রেসিং এবং টেস্টিং এর মধ্যে এই কঠিন কাজ সফল হয়।
দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনার প্রকোপ। প্রতিটা দিন লাফিয়ে লাফিয়ে করোনায় বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় সাস্থমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১,৩৩২। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনার জেরে প্রাণ হারিয়েছেন মোট ৭৩ জন। বুধবার সকাল পর্যন্ত দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০০৭ জন। করোনার জেরে মৃত্যুর হারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। এপর্যন্ত সারা দেশে মোট ৭,৬৯৬ জন রোগী করোনার হাত থেকে মুক্তি পেয়েছেন।