ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, বাড়িতে বসেই তৈরি করলেন চমকপ্রদ ইলেকট্রিক বাইক

মানুষতো স্বপ্ন নিয়ে বেচে থাকে কিন্তু কখনো সেই স্বপ্ন পূরন না হলেই কি তা থেমে যায়? স্বপ্নের পথচলা শেষ হয়ে যায়? নাকি একই চিরাচরিত পথের বাইরে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করা যায়। এক যুবক আবার প্রমান করে দিলেন স্বপ্নের ময়দান থেকে বেরিয়েও লড়াই করা যায়। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবার কিন্তু অভাবের সংসারে তা হয়ে ওঠেনি, কিন্তু স্বপ্ন ছেড়ে দেননি দাতনের যুবক বিশ্বব্রত। আর তাইতো নিরলস পরিশ্রমে সকলকে তাক লাগিয়ে সম্প্রতি আবিষ্কার করলেন এক বিদ্যুতচালিত মোটরসাইকেল।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের রাজনগর গ্রামের ছেলে বিশ্বব্রত। তার উন্নত প্রযুক্তিতে মোটর বাইকের আদলে তৈরি করা এই বিদ্যুৎ চালিত মোটরসাইকেল একবার চার ঘন্টা চার্জ দিলে সর্বোচ্চ দেড়শ কিলোমিটার ছুটবে এটি। সাধারণ বাইকের মতই লোড ক্যাপাসিটি নিয়ে যাতায়াত করা যাবে।
2012 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তা সম্ভব না হলেও ইলেকট্রিক এ কোন কিছু তৈরি করার জেদ যায়নি। সেই অদম্য আগ্রহ ও জেদের বশেই প্রাথমিকভাবে তৈরি করেন বিদ্যুৎ চালিত একটি মোটর সাইকেল। পরে বেলদা কলেজ থেকে পাশ করার পর বাড়িতে বসেই চলতে থাকে তার এই গবেষণা।
নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, নিজে অর্থ জোগাড় করে সেইমতো ডিসেম্বর থেকে একটি একটি করে পার্টস জোগাড় করতে লেগে পড়েন। তার এই গাড়িতে রয়েছে রিমোট সেন্সিং যা এটি চুরি যাওয়া থেকে রোধ করবে, রয়েছে মনোরঞ্জনের জন্য মিউজিক সিস্টেম। সবথেকে বড় ব্যাপার এই বিদ্যুৎ চালিত বাইক টি সম্পূর্ণ দূষণ প্রতিরোধকারী। ব্যবহৃত হয়েছে অন্যতম ব্যাটারি জাতির কখন চার্জ ধরে রাখতে সক্ষম। তার প্রশংসায় পঞ্চমুখ এখন সকলে। তার ইচ্ছা বড় কোন কোম্পানির হাত ধরে খুব অল্প টাকায় তা বাজারজাত করার।