নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

আশার আলো ভারতে! করোনার প্রতিষেধক নিয়ে সুখবর দিলেন ভারতীয় বিজ্ঞানীরা

করোনার জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের চেন ব্রেক করতে লকডাউন একমাত্র পন্হা কিন্তু তার সঙ্গে করোনা ভাইরাস নির্মূল করতে প্রতিষেধক ও প্রয়োজন। লক ডাউনের পরেও আক্রান্তদের সংখ্যা কমলেও নির্মূল হয়নি করোনা ভাইরাস।

Published By: Sangbad Safar Desk | Updated:

করোনার জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের চেন ব্রেক করতে লকডাউন একমাত্র পন্হা কিন্তু তার সঙ্গে করোনা ভাইরাস নির্মূল করতে প্রতিষেধক ও প্রয়োজন। লক ডাউনের পরেও আক্রান্তদের সংখ্যা কমলেও নির্মূল হয়নি করোনা ভাইরাস। কিন্তু এর মাঝেও আশার আলো দেখা যাচ্ছে। কোথাও কোথাও বিভিন্ন ওষুধ পরীক্ষামূলকভাবে করানা সংক্রমণ রুখতে ব্যবহার করতে শুরু করছেন চিকিৎসকরা। কোথাও আবার নতুন করে ওষুধ আবিষ্কারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন গবেষকরা।

আপনার জন্য নির্বাচিত

সম্প্রতি হায়দ্রাবাদের এক সংস্থা ভারত বায়োটিক তৈরি করেছে করোনার প্রতিষেধক বা ভ্যাকসিন। তাদের টুইটার হ্যান্ডেল এ খবরটি প্রকাশ করে জানিয়েছেন এখন সেটিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাঠানো হয়েছে অ্যানিম্যাল ট্রায়ালের জন্য ট্রায়াল চলবে 3 থেকে 6 মাস। সেটা জানার পর যদি সফল হওয়া যায় তারপর ভারতে ব্যবহার করা যাবে গবেষকদের মতে এই ভ্যাকসিন করোনা ছাড়াও অন্যান্য ফ্লুতে ব্যবহার করা যাবে একটি বোতলে 15 থেকে কুড়ি ড্রপ রাখা থাকবে ফলে ডেলিভারি দিতে সুবিধা হবে। সংস্থার পক্ষ থেকে জানিয়েছে যে ট্রয়াল সফল হলেই ভারতে 30 কোটি ভ্যাকসিন তৈরি করা হবে।

এই সংস্থা এর আগেও চিকুনগুনিয়া টাইফয়েড ও অন্যান্য ফ্লুর ভ্যাকসিন তৈরি করেছে সংস্থা থেকে জানিয়েছে এই ভ্যাকসিন টি মুখে নয় নাকে দিতে হবে মাত্র এক ফোঁটাই কাজ দেবে।যেহেতু করোনাভাইরাস নাক দিয়ে ঢুকে মুখে প্রবেশ করে তারপর সারা শরীরে সংক্রমণ করে তাই নাকের ড্রপ দিয়েই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।