আশার আলো দেখছে ভারত! করোনা প্রতিরোধে সফল হচ্ছে নতুন চিকিৎসা পদ্ধতি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্লাসমা থেরাপি নিয়ে এদিন আশা প্রকাশ করেছেন। এই পদ্ধতি প্রয়োগ করবার জন্য সাস্থ মন্ত্রকের তরফ থেকেও উৎসাহ দেখানো হয় বিশেষভাবে। দেশের বেশ কয়েকটি রাজ্যে এই প্লাজমা থেরাপিতে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ সরকার জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি শেখানেও এই প্লাজমা থেরাপি পদ্ধতিতে চিকিৎসা শুরু হয়ে যাবে। এই বিষয় নিয়ে নীতি আয়োগ ও বেশ কিছু কথা বলেছেন।
আয়োগের উচ্চক্ষমতাসম্পন্ন গোষ্ঠীর সদস্য ভি কে পাল জানিয়েছেন, যে কোন রাজ্য ইচ্ছে করলেই প্লাজমা থেরাপি প্রয়োগ করতে পারবে। তবে অবশ্যই তা আইসিএমআরের নির্ধারণ করা নিযয়ম মেনেই চলতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানালেন,লকডাউনের বাজারে দেশ জুড়ে বন্ধ থাকছে সমস্ত রেস্টুরেন্ট, সেলুন ও মদের দোকান বন্ধ থাকবে।
অপর দিকে উত্তরপ্রদেশের যেসব শ্রমিকরা দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছে তাদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা নিয়েছেন যোগী সরকার। তবে তাদেরই ফেরানো হবে যারা ইতিমধ্যে রাজ্যে ১৪ দিন কোয়ারান্টিন এ কাটিয়ে ফেলেছেন। এমনটাই শুক্রবার আধিকারিক দের সাথে বৈঠকে বসে নির্দেশ দেন তিনি। রমজানের প্রথম দিনে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বন্ধ করে রাখা হয়েছে দিল্লির জামা মসজিদ। দিল্লিতে করোনা হটস্পট বেড়ে হয়েছে ৯৫। ৩০শে জুন পর্যন্ত কোনোরকম জনসমাগমের অনুমতি দেওয়া যাবে না, এমনটাই জানালেন আদিত্য যোগীনাথের দফতর থেকে।