আশার আলোয় ভারত, মিলছে সুফল, গত ২৪ ঘন্টায় সুস্থ ৬১৮ জন রোগী

করোনা চিকিৎসায় আশার আলো দেখছে ভারত। করোনাকে হারিয়ে সুস্থ হচ্ছে রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১৯.৩৬ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। সংখ্যার নিরিখে একদিনে করোনা মুক্ত হয়েছে মোট ৬১৮ জন রোগী। তবে এর সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৯৮৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছে ৫০ জন। দেশে এই প্রথম একদিনে এতোজনের মৃত্যু হল এই মারণ ভাইরাসে।
করোনার আতঙ্কে শুধু ভারত নই, গোটা বিশ্বের ত্রাস হয়ে দাঁড়িয়েছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে এখনো পর্যন্ত ২৫ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ১৭.০৪ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনার প্রভাব সবচেয়ে বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মারা গেছেন ২,৭৫১ জন মানুষ।