Advertisements

‘আল্লাহ রাগ করেছেন, মানুষের পাপের ফল করোনা ভাইরাস’: মৌলানা সাদ

Advertisements

করোনা ভাইরাস সংকটের সময় নিষেধ সত্বেও দিল্লী নিজাম উদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানের ডাক দিয়েছিলেন মৌলানা সাদ মারকাজ কর্তৃপক্ষকে প্রাঙ্গণ খালি করে দিতে নির্দেশ দেওয়া হলেও ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়েছিল যার ফল স্বরূপ বহু মানুষ সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

তার এই অনুষ্ঠানে তার বক্তব্য ছিল মানুষের পাপের ফলেই তৈরি হয়েছে এই করোনাভাইরাস। আল্লাহ মানুষের উপর রাগ করেছেন। মানুষের কৃতকর্মের জন্য তিনি ক্ষুব্ধ হয়েছে তাই মানুষকে তার কর্মফল ভোগ করতে হচ্ছে। অডিও বার্তাতেও এই কথাই জানিয়েছিলেন তাবলিঘি জামাত মারকাজের প্রধান মৌলানা মহম্মদ শাদ। অডিও বার্তায় তিনি বলেছেন এই সমস্যার জন্য দায়ী মানুষের পাপ এতে কোন সন্দেহ নেই আল্লাহ আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন।

তবে বর্তমানে তিনি এখন পলাতক তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন দিল্লি ও উত্তর প্রদেশের পুলিশ ।আর এই কারণেই নিজের আরেকটি অডিও বার্তা প্রেরণ করেছেন সকলের উদ্দেশ্যে। সেইপ অডিও বার্তায় নিজের অবস্থানের উল্টো সুর গিয়েছেন মৌলানা সাদ। আগে তিনি জামাত সদস্যদের বলেছিলেন কোনো ধরনের নিষেধাজ্ঞা মেনে চলার কোন প্রয়োজন নেই ডাক্তার ও কিছু করতে পারবে না কিন্তু নতুন বার্তায় তিনি বলেছেন মানুষের নির্দেশিকা মেনে চলা উচিত আমি নিজেও সেলফ আইসোলেশন এ আছি। আর সকলের এই নির্দেশ মানা উচিত।

Related Articles