আর মাত্র কয়েক মাস, সোনার দাম হবে আকাশছোঁয়া! পূর্বাভাস বিশেষজ্ঞদের

Advertisement

সোনা আমরা সবাই ভালোবাসি,বিশেষ করে মেয়েরা, সোনার গহনা দিয়ে সাজতে বড্ড ভালোবাসে। কিন্তু সেই সোনার দামই যদি হয়ে যায় আকাশ ছোঁয়া? কি হবে ভেবে দেখেছেন? তাই সোনা কিনবার ভাবনা থাকলে দেরি না করে তাড়াতাড়ি গিয়ে কিনে ফেলুন। না হলে ভবিষ্যতে পকেটের হাল কিন্তু বেহাল হয়ে যাবে। ২৬শে এপ্রিল রবিবার, অক্ষয় তৃতীয়া। বাজার বিশেষজ্ঞ দের ধারণা,তারপরই বাড়তে চলেছে সোনার দাম, আর তা যদি সত্যি হয় তবে চলতি বছরের শেষে ১০গ্রাম সোনার দাম হবে ৫০ হাজার টাকা। আর এই ভাবনাকে একেবারেই উরিয়ে দেওয়া যায় না।

Advertisements

বানিজ্যিক ঘাটতি মেটানোর জন্য সোনা আমদানির উপর রাশ টেনেছে মোদী সরকার। এর পর এর উপর বিপুল শুল্ক ও কর চাপানো হয়, এবং এতে অনেক লাভবান ও হয়েছে সরকার। কিন্তু এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্ত পরিবারেরা। গত বছর থেকেই সোনার দাম বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে।গত বছর এপ্রিল মাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৩ হাজার টাকা। আর গত সপ্তাহে ১০গ্রামের মূল্য হয়ে দাঁড়িয়েছে ৪৭,০০০ টাকা।

Advertisements

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছর গুলোতে সোনার দাম আরো বাড়তে চলেছে। সামনে করোনা ভাইরাস এবং বিশ্ব অর্থনৈতিক সংকটের দরুন তা আর ও বাড়বে। ২০২১ সালে মার্চ মাসে চলতি আর্থিক বছর শেষ হবে, এবং তার পর সোনার দাম ৫০ হাজার ছাড়িয়ে চলে যাবে এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Related Articles