বাজারে ভিড় আর বরদাস্ত নই, কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী

Advertisement

করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন। সরকারি ঘোষণার পরেও লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তাঘাটে, বাজারের যেখানে সেখানে ভিড় জমাচ্ছে মানুষ। রাজ্যের বেশকিছু জাগায়ও ধরা পড়ছে সেই একই চিত্র। অবশেষে কঠোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে তিনি বলেছেন বাজারে একদম ভিড় করা চলবে না, প্রয়োজন হলে সশস্ত্র পুলিশবাহিনী নামাতে হবে। তিনি আরও বলেছেন যে মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া হবে না। কোনও দোকানে ৫ জনের বেশি থাকবে না। প্রতিটি বাজারে স্যানিটাইজার রাখতে হবে। কোনোভাবে গোষ্ঠী সংক্রমণ হতে দেওয়া যাবে না।

Advertisements

প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নানা অভিযোগ আসছে, অবশেষে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এরসাথেই ম প্রতিটি জেলাশাসকের সাথে সেই জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলির সম্পর্কে খোঁজখবর নিয়েছেন মমতা।

Advertisements

অন্য দিকে রাজ্যের উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা নিয়ে বিশেষ বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। করোনার রেড জোন হিসাবে এই জায়গাকেই নির্বাচিত করা হয়েছে। এর আগেও ডেঙ্গু শুরু হয়েছে এই জেলাতেই। মমতা বলেন, আরও বেশি করে সকলে কাজে এগিয়ে আসতে হবে। আগামী ১৪ দিনের মধ্যে এই জেলাকে গ্রিন জোনে নিয়ে আসতে হবে।

Related Articles