দেবপ্রিয়া সরকার : বর্তমানে সমগ্র দেশব্যাপী চলছে লকডাউন। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউন জারি করেছে। এই পরিস্থিতিতে গরম বাড়ছে প্রচুর। আজ অর্থ্যাৎ বৃহস্পতিবার সকালে শহরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রী বেশি। এরমধ্যে রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা দিলো আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের অফিস থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। রবিবার পর্যন্ত চলতে পারে এই ঝড় বৃষ্টি। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার সাথে পূবালী গরম হাওয়ার সংঘাতে রাজ্যে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে কলকাতায় তাপমাত্রা বিশেষ পার্থক্য পরিলক্ষিত হবে না। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং সন্ধ্যার পর থেকে বইবে ঝড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, বীরভূম প্রভৃতি জেলাতে শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে। বাতাসে আদ্রতার পরিমান ৩২-৭৫ শতাংশ। বিহার ও ঝাড়খন্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।