whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

আন্তর্জাতিক বাজারে সর্বনিম্ন অপরিশোধিত তেলের দাম! ভাঙল ১৮ বছরের রেকর্ড

দেবপ্রিয়া সরকার : বিশ্বজুড়ে করোনা ত্রাস, গ্রাস করেছে সমগ্র বিশ্ববাসীকে। বিশ্বের কিছু কিছু দেশ বর্তমানে লকডাউন এর মধ্য দিয়ে অতিবাহিত করছে। এর মধ্যে ভারত অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : বিশ্বজুড়ে করোনা ত্রাস, গ্রাস করেছে সমগ্র বিশ্ববাসীকে। বিশ্বের কিছু কিছু দেশ বর্তমানে লকডাউন এর মধ্য দিয়ে অতিবাহিত করছে। এর মধ্যে ভারত অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল পর্যন্ত , মোট ২১ দিনের জন্য সমগ্র ভারত লকডাউন ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের রেকর্ড পতন হয়েছে।

আপনার জন্য নির্বাচিত

গত ১৮ বছরে অপরিশোধিত তেলের দামে এত বড় পতন হয়নি। এর আগে ২০০২ সালে ফেব্রুয়ারি মাসে অপরিশোধিত তেলের দামের এরূপ পতন হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু দেশ বর্তমানে লকডাউন থাকায় সেখানে কোনরকম গাড়ি চলছে না, বিমান পরিষেবাও বন্ধ রয়েছে। এর প্রভাব গিয়ে পড়েছে অপরিশোধিত তেলের ওপর। আর তার জেরেই অপরিশোধিত তেলের দামে এমন পতন ঘটেছে। করোনার জেরে ভারত ছাড়া একাধিক দেশ লকডাউন রয়েছে। এছাড়া সোশ্যাল ডিসটেন্স মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

লকডাউন এর জেরে রাস্তাঘাট একেবারেই সুনসান। বন্ধ রয়েছে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট। বাড়ি থেকে বেরোনো বন্ধ সকলের। শুধুমাত্র জরুরী পরিষেবা চালু থাকছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর লকডাউনের প্রভাব পড়ায় তেলের দাম নেমে এসেছে ব্যারেলপ্রতি ২০ মার্কিন ডলারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হলেও, ভারতের বাজারে তেলের দাম সাধারণ ক্রেতাদের জন্য কতটা কম হবে সেটাই দেখার।