আজ ২৫শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীতে বাজাতে হবে মুখ্যমন্ত্রীর গান! কড়া নির্দেশ রাজ্যের

Advertisement

করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন। তারই মাঝে অনুষ্ঠিত হবে রবীন্দ্র জয়ন্তী। তবে এবছরের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ এক নির্দেশাবলী বেঁধে দিলো রাজ্য। কবি প্রণামের অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি চালাতে হবে করোনা সচেতনতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা পুলিশ সহ সব জেলার পুলিশ সুপার এবং থানাগুলিকে নির্দেশ দিয়েছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানভান সিংহ।

Advertisements

এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আজ, শুক্রবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান সম্পর্ণ করতে হবে সকাল ৯টা থেকে ১১:৩০ টার মধ্যে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বা বড় হাউসিং কমপ্লেক্সের সামনে রবীন্দ্রনাথের কাট আউট লাগিয়ে অনুষ্ঠান করতে হবে। সমস্ত জাগার অনুষ্ঠান যাতে করোনার সচেতন মূলক বার্তা ও সামাজিক দূরত্ব অবলম্বন করে করা হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

Advertisements

Related Articles