নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

আজ কত দাম পেট্রোল-ডিজেল, সোনা-রুপো ও রান্নার গ্যাসের? দেখেনিন রবিবারের বাজারদর

বিশ্ববাজারে প্রায় প্রতিদিনই উঠা নামা করে সোনা, রুপো, গ্যাস ও জ্বালানি তেলের দাম। বিশ্ন বাজারের দামের উপর নির্ভর করে দেশের বাজারের এইসব জিনিসের দাম ঠিক হয়। এক নজরে দেখেনিন আজ রবিবারের বাজার দর- আপনার জন্য নির্বাচিত রসালো শরীরে তীব্র মোচড়!

Published By: Sangbad Safar Desk | Updated:

বিশ্ববাজারে প্রায় প্রতিদিনই উঠা নামা করে সোনা, রুপো, গ্যাস ও জ্বালানি তেলের দাম। বিশ্ন বাজারের দামের উপর নির্ভর করে দেশের বাজারের এইসব জিনিসের দাম ঠিক হয়। এক নজরে দেখেনিন আজ রবিবারের বাজার দর-

আপনার জন্য নির্বাচিত

আজ ২২ ক্যারেট সোনার দাম রয়েছে-
১০০ গ্রাম- ৪,১৫,০০০ টাকা।
১০ গ্রাম– ৪১,৫০০ টাকা।
৮ গ্রাম– ৩৩,২০০ টাকা।
১ গ্রাম– ৪,১৫০ টাকা।

আজ ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে-
১০০ গ্রাম– ৪,২৫,০০০ টাকা।
১০ গ্রাম- ৪২,৫০০ টাকা
৮ গ্রাম– ৩৪,০০০ টাকা।
১ গ্রাম- ৪,২৫০ টাকা

আজ রুপোর দাম রয়েছে-
১ কেজি- ৪০,৩৫০ টাকা
১০০ গ্রাম- ৪,০৩৫ টাকা।
১০ গ্রাম- ৪০৩.৫০ টাকা।
১ গ্রাম- ৪০.৩৫ টাকা।

আজ পেট্রোল ও ডিজেলের দাম রয়েছে-
পেট্রোল- ৭৩.৩০ টাকা/লিটার।
ডিজেল- ৬৫.৬২ টাকা/লিটার।

আজকে রান্নার গ্যাসের দাম রয়েছে(১৪.২ কেজির সিলিন্ডার) ৭৭৪.৫০ টাকা।