আজ ও আগামীকাল ঝড়-বৃষ্টির পূর্বাভাস! বাড়বে তাপমাত্রা, জানালো আলিপুর আবহাওয়া দফতর

দেবপ্রিয়া সরকার : পশ্চিমী ঝঞ্জা ও পূবালি গরম হওয়ার সংঘাতে গত শনিবার বিকেলের পর থেকে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে তার রেশ থাকবে এখনো কয়েকদিন। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবত তৈরি হয়েছে, আর তার জেরেই নতুন পশ্চিমী ঝঞ্জা ঢুকেছে রাজ্যে। এতেই বেড়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সোম ও মঙ্গলবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া-হুগলিতে সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা।
এছাড়াও বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর, আসাম ও ত্রিপুরাতে। আগামীকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ। এর পরেই বাড়বে তাপমাত্রা। আজ কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২° কম। গত দু’দিনে ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে এখনো। তবে বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ।
মঙ্গল ও বুধবার জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। ২৫ ও ২৬ শে মার্চ বৃষ্টি হতে পারে দক্ষিণের মহারাষ্ট্র, গুজরাত, কেরল, ও কর্ণাটকে৷ পশ্চিমী ঝঞ্জার প্রভাবেই আবহাওয়ার এমন পরিবর্তন উত্তর পশ্চিমের পার্বত্য এলাকা এবং সমতলে।