রাজ্যে বাড়বে আদ্রতা, হবে ঝড়বৃষ্টি! এই মুহূর্তে বিশেষ বার্তা দিলো আবহাওয়া দফতর

বেশ কিছুদিন আগে আবহাওয়া দপ্তর অফিস থেকে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের জেরে প্রচুর জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করে। তার জেরে অনেক আগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সেই আভাস সত্যি হল আজ অর্থাৎ বুধবার ভোররাতে।
ভোররাত থেকে হঠাৎই শোনা যায় তীব্র মেঘের গর্জন। এরপরই শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। ওই সময় ৭১ কিমি/ঘন্টা গতিবেগে তিন মিনিটের প্রবল ঝড় বয়ে যায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপর দিয়ে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
তবে দফায় দফায় চলবে এই বৃষ্টি। রাজ্যের ওপর বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণেই খেপে খেপে হবে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশী থাকায় বাতাসে আদ্রতা থাকবে। এর জেরে বুধবার সকাল থেকে অস্বস্তিতে ভুগবে রাজ্যবাসী। বুধবার ভোররাতে বৃষ্টির কারণে মেঘলা আবহাওয়ার পাশাপাশি হালকা হাওয়াও বইবে। রাজ্যের কিছু কিছু জেলায়, অর্থ্যাৎ কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।