আগামী ৩ মাস একদম ফ্রিতে মিলবে চাল, ঘোষণা রাজ্য সরকারের

দেশের কোন মানুষ যাতে অভুক্ত অবস্থায় না থাকে সেই জন্য পরের মাস থেকে বিনা পয়সায় 5 কেজি করে চাল দেবার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বাংলায় একমাত্র রাজ্য যেখানে কোন রকম বিচার বিবেচনা না করে রেশন গ্রাহকদের কাছে খাদ্যশস্য বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে। দেশের সাধারণ মানুষের জন্য আরো মানবিকতা দেখালো রাজ্য। গণবন্টনের তরফ থেকে আমাদের সিদ্ধান্ত জানানো হয়েছে। লোকটাও নিজেরে দেশের কোন মানুষ যেন না খেতে পাওয়া অবস্থায় থাকে সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার, খাদ্য দপ্তরের থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে জানানো হয়েছে যে, খাদ্য সাথী যোজনা এবং দুই নম্বর প্রকল্পের সাথে যুক্ত প্রত্যেককে বিনামূল্যে অর্থাৎ বিনা পয়সায় 5 কেজি করে চাল দেওয়া হবে আগামী তিন মাস পর্যন্ত। এর ফলে মোট দেড় লক্ষ মানুষ উপকৃত হবে। আসলে আগের নিয়ম অনুযায়ী, এই প্রকল্পের আওতায় থাকা মানুষরা দু টাকা কেজি দরে 2 কেজি চাল এবং 3 টাকা কেজি দরে 3 কেজি গম পেতেন।
এবং দুই নম্বর প্রকল্পের আওতায় থাকা মানুষ ৯ টাকা কেজি দরে 1 কেজি চাল এবং 13 টাকা কেজি দরে গম পেতেন। তবে এখন থেকে তাদের সম্পূর্ণ নিখরচায় 5 কেজি চাল প্রতি মাসে পাবেন তিন মাসের জন্য। তবে এখন তারা গম পাবেন না। রাজ্যের নতুন খাদ্য সরবরাহ দপ্তরের প্রধান পারভেজ আহমেদ এমনটাই জানিয়েছেন।