আগামী ২৪ ঘন্টা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর!

দেবপ্রিয়া সরকার : আজ সকাল থেকে মেঘলা আকাশ শহর জুড়ে। তার মধ্যেই হয়েছে সূর্যোদয়। এই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস সূত্রে খবর আজ অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল অর্থাৎ শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ২৪ থেকে ৭৮ শতাংশ।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবাত তৈরি হওয়া প্রচুর জলীয় বাষ্প ঢুকে গিয়েছে শহরে। ফলেই পশ্চিমী ঝঞ্জা ওপুবালি গরম হওয়ার সংঘাতে হবে এই বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে হালকা ঝড়ো হাওয়াও বইতে পারে। ক্যালেন্ডারে চৈত্র মাসের শেষ। আর কিছুদিন বাদে পহেলা বৈশাখ। এই সময় মানুষ উৎসবে মেতে ওঠে। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় বর্তমানে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এই সময় বাঙালি সেলের বাজার ও নববর্ষের হালখাতায় মেতে ওঠে।
সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার মাথায় হাত ব্যবসায়ীদের। এই সময় ক্যালেন্ডার ব্যবসায়ীদের সবথেকে বড় ক্ষতি। প্রতি বছর চৈত্র মাসের শেষে ক্যালেন্ডার ব্যবসায়ীদের নাওয়া খাওয়ার সময় থাকতো না। এবার সারা দেশজুড়ে লকডাউন থাকায় কোনরকম অর্ডার মেলেনি ক্যালেন্ডার ব্যবসায়ীদের। বন্ধ থাকবে পহেলা বৈশাখের সমস্ত অনুষ্ঠান।