সরকারি ঘোষণা! আগামী ১৭ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ!

Advertisement

করোনার জেরে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আগামী ১৪ই এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। লকডাউন বাড়ানোর স্বপক্ষে দেশের বেশকিছু রাজ্যের সরকার। ভারতের প্রথম রাজ্য হিসেবে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলো ওড়িশা সরকার। আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্র সরকারকেও একই সিদ্ধান্ত নেবার প্রস্তাব দিয়েছেন তিনি।

Advertisements

ওড়িশা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোরোনাভাইরাস গত ১০০ বছরের ও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিপদ। মানুষকে একসাথে দৃঢ়বদ্ধভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।আগামী ১৭ জুন পর্যন্ত ওড়িশার সমস্ত স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তার সাথে দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও বলেছেন। কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হলেও লকডাউন যে বাড়তে পারে সেটার ইঙ্গিত পাওয়া গেছে।

Related Articles