করোনা ভাইরাসের চেন ব্রেক করতে লকডাউন একমাত্র পন্হা কিন্তু তার সঙ্গে করোনা ভাইরাস নির্মূল করতে প্রতিষেধক ও প্রয়োজন।লক ডাউনের পরেও আক্রান্তদের সংখ্যা কমলেও নির্মূল হয়নি করোনা ভাইরাস। কিন্তু এর মাঝেও আশার আলো দেখা যাচ্ছে ।কোথাও কোথাও বিভিন্ন ওষুধ পরীক্ষামূলকভাবে করানা সংক্রমণ রুখতে ব্যবহার করতে শুরু করছেন চিকিৎসকরা ।কোথাও আবার নতুন করে ওষুধ আবিষ্কারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন গবেষকরা ।
করোণা টিকা আবিষ্কারের জন্য প্রাণপণ কাজ করছেন ভারতীয় বিজ্ঞানীরাও তবে প্রায় প্রতিটি দেশের গবেষকদের মুখেই একটা কথা এমন মারন ভাইরাসের টিকা আবিষ্কার হতে 12 থেকে 18 মাস সময় লেগে যেতে পারে। তবে সম্প্রতি আশার আলো দেখালেন বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির এক অধ্যাপক। বলেছেন সেপ্টেম্বরের মধ্যেই আসতে পারে করোনার ভ্যাকসিন।
সারাহ গিলবার্ট নামের ওই অধ্যাপক করোনা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি বলেছেন এই প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার এর ব্যাপারে তিনি 80% আত্মবিশ্বাসী। বৃটেনের প্রথম সারির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।তিনি এও বলেছেন অনেক গবেষক ভ্যাকসিন বানাচ্ছেন কিন্তু কেউ হলফ করে বলতে পারবে তা কার্যকরী হবে কিনা।কিন্তু তার ভ্যাকসিন নিয়ে 80% নিশ্চিত।
ভ্যাকসিনের উৎপাদন ও আর্থিক সহায়তা নিয়ে গিলবার্ট ইতিমধ্যে ব্রিটিশ সরকারের সাথে কথা বলেছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সব রকম সরকারি সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি এও জানিয়েছেন তার তত্ত্বাবধানে থাকা দল রাতদিন এক করে কাজ চালাচ্ছে সফল তাদের হতেই হবে।মানুষকে রক্ষা করতেই হবে।