whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

আগামীকাল এই কাজগুলি করলেই গুনতে হবে বড়সড় মাশুল!

দেবপ্রিয়া সরকার : বাঙালির অন্যতম প্রিয় উৎসব দোল উৎসব। আগামী সোমবার অর্থাৎ ৯ই মার্চ এই দিনে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রতি বছরই এই দিনে কোনো না…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : বাঙালির অন্যতম প্রিয় উৎসব দোল উৎসব। আগামী সোমবার অর্থাৎ ৯ই মার্চ এই দিনে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রতি বছরই এই দিনে কোনো না কোনো জাগায় বিভিন্ন অপ্রীতিকর সমস্যার সৃষ্টি হয়। এ দিক মাথায় রেখে সব জায়গায় যাতে প্রতিকূল পরিস্থিতি বজায় থাকে সেই উদ্দেশ্যে কড়া বার্তা কলকাতা পুলিশের।

আপনার জন্য নির্বাচিত

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোম ও মঙ্গলবার প্রতিটি এলাকায় কড়া নজরদারি চলবে৷ তার আগে শনিবার শহরবাসীকে লিফলেট দিয়ে জানানো হল দোলের দিন কোন ধরনের আচরণ কাম্য নয়। শহরজুড়ে পুলিশরা নিজেই বিলি করছে সেই লিফলেট। লিফলেট এ যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট করে বলা আছে তা হলো কোনরকম ক্ষতিকারক রং ব্যবহার করা যাবে না এবং পথচারীদের মধ্যে রঙ খেলতে অনিচ্ছুক কোন ব্যক্তি কে জোর করে রঙ দিলে সে ক্ষেত্রে বড়সড় মাশুল গুনতে হবে।

পুলিশের কড়া বার্তা, ‘রঙ খেলুন, কিন্তু অন্যের জন্য সমস্যার সৃষ্টি করে নয়’। শনিবার দুপুরে মূলত লেক থানা এলাকার অন্তর্গত বাজার, রাস্তা, শপিং মল ও বিভিন্ন বাড়িতে লিফলেট দেওয়া হয়। এছাড়া প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারে সে কথা স্পষ্ট জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।