অর্থ সংকটে মানুষ, বিয়ের টাকায় ৩০০ দুস্থ পরিবারকে ত্রাণ বিলি নব দম্পতির

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস এর দাপট এমন অবস্থায় দেশকে বাঁচাতে জারি হয়েছে নানান স্বাস্থ্যবিধি ও নির্দেশিকা। বন্ধ সবরকম জমায়েত। কিন্তু এইসময় যাদের বিয়ের কথা ছিল সবকিছু ঠিকঠাক তারা পরেছেন সমস্যায়। কথায় বলে হাজার কথা না হলে নাকি বিয়ে হয়না আর এই কারনেই প্রায় মাস খানেক আগে থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়। আর শুভ দিন দেখে তবেই পরিনয় সুসম্পন্ন হয়। এই মুহূর্তে যাদের বিয়ে কথা ছিল তাদের এখন মাথায় হাত, নির্ধারিত দিন চলে গেলে তারপরে আবার সময় বের করা যথেষ্ট কঠিন।
আর এরকম সমস্যায় পড়েছিলেন বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল গ্রামের শুভাশিস আর সিউরির লিপি দলুই। তাই উপায় না পেয়ে আড়ম্বরহীন বিয়ে সারেন তারা। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার মাক্স পড়ে বিয়ে করেন। তবে বিয়ের সুন্দর মুহূর্তকে স্মৃতিতে আঁকড়ে ধরে রাখার জন্য বর্তমান পরিস্থিতির বিচারে এলাকায় 300 দুস্থ পরিবারের পাশে দাড়ান।
বুধবারে নব দম্পতি তাদের সাধ্যমত ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন ওই সকল পরিবারের হাতে। পাত্র পাত্রীর নাম সহ এবং কোভিড 19 প্রতিরোধের গাইডলাইন লেখা ব্যাগে 300 পরিবারের হাতে তুলে দিয়েছেন দু কেজি চাল, আলু, 250 গ্রাম মসুর ডাল, 500 গ্রাম পেয়াজ, সয়াবিন, শাবান, মাস্ক ইত্যাদি। আর প্রত্যেকটি কাজ হয়েছে সোশ্যাল ডিসটেন্স মেনে।
ত্রাণ বিলির পাশাপাশি এলাকার মানুষদের সতর্ক করেন তারা। আরে নবদম্পতির এমন কর্মকাণ্ডের কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের ছাড়াও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাদের আশীর্বাদ ও সাধুবাদ জানাই