প্রীতম দাস : করোনার আগ্রাসী প্রভাব দেখেও কিছু মানুষের শিক্ষা এখনো পর্যন্ত হচ্ছে না। সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে সমাজকে বিপদের মুখে ঠেলে দেওয়ার এক ঘৃণ্যতম কাজ। ভারতে মৃত্যুর সংখ্যা নিরন্তর বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। যা এই বিপদের দিনে অতি ভয়ংকরতম একটি সংকেত।
করোনা ভাইরাসের তাণ্ডবের ছেড়ে যখন গোটা ভারত জুড়ে লকডাউন চলছে। তখন সেই লকডাউন কে গুরুত্ব না দিয়ে নানা ধরনের কর্মকাণ্ডের শামিল হচ্ছে। ঘটনাটি খড়্গপুরে। সেখানে রীতিমত প্যান্ডেল শামিয়ানা খাটিয়ে রীতিমত ভুরিভোজের আয়োজন ও লোকজনের সমাগম চলছে। পরে পুলিশ অভিযোগ পেয়ে সেই অনুষ্ঠান বন্ধ করে দেয়। পুলিশকে দেখে সেখানকার উপস্থিত নিমন্ত্রিত রা চম্পট দিতে শুরু করে , কেউ কেউ খাবার প্লেট হাতে দৌড়ানো শুরু করে দেয়।
যেখানে অধিক মানুষের সমাগমকে বন্ধ জন্য লকডাউন করা হয়েছে সেখানে জনসমাগম মূলক অনুষ্ঠান আয়োজন করে কিভাবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ও তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে তা হলো – মানুষের চেতনাবোধ কবে ফিরবে ? দেখুন ভিডিও-