তুলসী গাছ শুকিয়ে যাওয়া কিসের ইঙ্গিত দেয়? না জানলেই বিপদ
কথায় রয়েছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর এই বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে রয়েছে নানা তত্ত্ব। জ্যোতিতত্ত্ব, বাস্তু তত্ত্বের মত একাধিক এমন তত্ত্ব রয়েছেন যা বহু মানুষ বিশ্বাস করেন আবার বহু মানুষ বিশ্বাস করেন না। তবে যারা এই সবে বিশ্বাস করেন তারা জানেন বাস্তুতত্ত্বে এমন কিছু জিনিস রয়েছে যার মাহাত্ম্য বিশাল। এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং আমাদের জীবনে আনতে পারে সুখ সমৃদ্ধি।
আজ তেমনি এক বস্তু নিয়ে আমাদের প্রতিবেদন। হিন্দুশাস্ত্র মতে তুলসী গাছ অতি পবিত্র মনে করা হয়। তুলসী গাছ শুধুমাত্র পবিত্র হিসেবেই নয় আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও তুলসির গাছের ভীষণ মাহাত্ম্য রয়েছে। তবে বাস্তুর মতেও তুলসী গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দুদের প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায়। বাস্তু মতে একটি তুলসী গাছ ৩৩ কোটি দেবতার সমান। তাই প্রতিটি বাড়িতে তুলসী গাছ পজেটিভ বার্তা বহন করে।
এটি আমাদের বাড়ির চারপাশে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন আপনার বাড়িতে থাকা তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায় তবে তা আপনার বাড়িতে কখনোই রাখবেন না। কারণ শুকিয়ে যাওয়া তুলসী গাছ বিপরীত বিক্রিয়া করে। যার ফলে আমাদের চারিপাশে থাকা নেগেটিভ এনার্জি আকর্ষণ করে থাকে। তাই আপনার বাড়িতেও যদি এমন শুকিয়ে যাওয়া তুলসী গাছ থেকে থাকে তবে শীঘ্রই তা ফেলে দিন।তবে তুলসী গাছ যেখানে সেখানে ফেলবেন না।
আপনার বাড়ি যদি গঙ্গার কাছাকাছি হয় তবে গঙ্গায় ফেলুন। আর যদি বাড়ির আশেপাশে গঙ্গা না থাকে তবে পুকুরে ফেলতে পারেন। তবে সেক্ষেত্রে মনে রাখবেন, যেখানে তুলসী গাছ ফেলবেন আর আশেপাশে যেন কোন নোংরা আবর্জনা না থাকে। এবার চলুন আপনাদের জানাই বাড়িতে কিভাবে ভালো ফলন যুক্ত তুলসী গাছ তৈরি করবেন। ভালোভাবে তুলসী ফলন করতে গেলে বাড়িতেই তৈরি করতে পারেন এর খাবার।
এরজন্য আপনাকে সরষেকে বেশ কিছুদিনের জন্য জলে ভিজিয়ে রেখে সেই সর্ষের খোল পচানো জল তুলসী গাছে দিতে হবে। এই জল দেবার কিছুদিন পর থেকেই বুঝতে পারবেন পরিবর্তন। মনে রাখবেন এই জল সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করবেন না। এতে গাছ মরে যেতে পারে।