খাবারে বারবার চুল পড়া কিসের ইঙ্গিত? জানলে চমকে যাবেন

খাবার খেতে কে না ভালোবাসে? কম-বেশি সকলেই কোনো না কোনো খাবারের প্রতি বেশ আকৃষ্ট। অনেকে মাছ-মাংস পছন্দ করে তো অনেকে ডিম। তবে আবার অনেকে বিরিয়ানি বা ভাত জাতীয় কোনো খাবার। তবে খাবার খাওয়ার সময় যদি খাবারে ঘন ঘন চুল পাওয়া যায় তাহলে আর রক্ষে নেই। বমি ভাব থেকে শুরু করে নানা শারীরিক সমস্যা দেখা দেয় অনেকের।
তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে খাবারে এই চুল পড়া বা ঘন ঘন চুল পাওয়া বেশ কিছু লক্ষণের আভাস দেয়। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই সবিস্তারে আলোচনা করা হয়েছে। তাই চলুন জেনে নেওয়া যাক খাবারের চুল পড়া কিসের ইঙ্গিত দেয়।
বিশ্বাস করা হয় খাবারে ঘনঘন চুল পাওয়া মানে তা কোনো বিপদের আভাস দেয়। অন্যদিকে, জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিতে ভারী রাহুর লক্ষণ দেখা দিলে খাবারে ঘন ঘন চুল পড়ে। এছাড়াও খাবারে চুল পড়া পিতৃদোষের লক্ষণের আভাস দেয়।
অর্থাৎ পিতৃপক্ষের সময় যদি কেউ খাবারে চুল দেখতে পান তাহলে বুঝতে হবে পিতৃপুরুষের কোনো বিষয় সেই ব্যক্তির উপর ক্ষুব্ধ হয়ে রয়েছেন। অন্যদিকে, খাবারে চুল দেখতে পাওয়া মানে সেই খাবার না খাওয়াই উচিত। কারণ সেই খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।
তবে উপরে উল্লেখিত এই সমস্ত তথ্যই বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে। তবে এইসব বিশ্বাসের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। তবে যে কারণই থাকুক না কেন খাবারে চুল পড়লে সেই খাবার এড়িয়ে চলাই উচিত।